ঢাকা টু শেরপুর বাসের সময়সূচী, ভাড়া ২০২৩ অনলাইন টিকিট

আজকে আমাদের এই অনুচ্ছেদে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের কমেন্টের ভিত্তিতে আজকের আমাদের এই অনুচ্ছেদে আমরা আলোচনা করতে যাচ্ছি ঢাকা টু শেরপুর বাসের সময়সূচী, ভাড়া এবং অনলাইন টিকিট সম্পর্কে। অনেকেই রয়েছেন যারা ঢাকা টু শেরপুর এই রুটে বাসে যাতায়াত করেন। আমরা সব সময় বাসে যাতায়াতের ক্ষেত্রে ভালো কিছু আশা করি এবং ভালো কিছু খুজি।

কারণ সচরাচর আমাদের দেশে বাস যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির শিকার বেশি দেখা যায়। তবে আপনি যদি সব তথ্য জেনে শুনে বাসে যাতায়াত করেন তাহলে আমার মনে হয় আপনার যাতায়াত আরামদায়ক হবে। আপনার যাতায়াত আরো আরামদায়ক করতে আজকে আমরা নিয়ে এলাম ঢাকা টু শেরপুর এই রুটের সকল বাসের সময়সূচী সকল বাসের ভাড়া এবং এই বাসের টিকিট গুলো আপনি কিভাবে অনলাইন থেকে সংগ্রহ করবেন সে সম্পর্কিত যাবতীয় তথ্য। আমরা চেষ্টা করব বিষয়গুলো বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরতে এবং আপনাদের সমস্যার সমাধান করতে। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক।

ঢাকা টু শেরপুর বাসের সময়সূচী

আপনারা অনেকেই ঢাকা টু শেরপুর এই রুটের বাসের সময়সূচী এর তথ্য গুলো জানতে চেয়েছেন। আপনারা আমাদের এই অংশের মাধ্যমে ঢাকা টু শেরপুর এই রুটের সকল বাসের সময়সূচী বাস কোম্পানি গুলোর নাম বাসগুলো এসি না নন এসি বাস এ সম্পর্কে সব কিছু তথ্য পেয়ে যাবেন। এখন এই রুটে বেশ কয়েকটি বাস চলাচল করে তার মধ্যে হানিফ এন্টারপ্রাইজের বাসগুলো অন্যতম। আমরা চেষ্টা করব আজকে হানিফ এন্টারপ্রাইজ এর সকল বাসে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার।

সকালের বাসের সময়সূচী

  • আপনারা যারা ঢাকা টু শেরপুর এরোডে সকালের বাসে আপনার যাত্রা করতে ইচ্ছুক তাদের জন্য ঢাকা কাউন্টার থেকে হানিফ এন্টারপ্রাইজ এর একটি নন এসি বাস শেরপুর এর উদ্দেশ্যে যাত্রা করে। এনআরসি বাসটি ঢাকা থেকে ভোর 4 টা 55 মিনিটে শেরপুর এর উদ্দেশ্যে রওনা শুরু করে। বাসটি যদিও শেরপুরে পৌঁছায় কিন্তু বাসটি আসলে আরো বড় যাত্রা করে সেটি হল সিলেট পর্যন্ত। বাসটি শেরপুরে গিয়ে পৌঁছায় দুপুর 12 টা 45 মিনিটে।
  • হানিফ এন্টারপ্রাইজ তাদের ঢাকা টু শেরপুর রুটের অনেক ভালো রেখেছে। বেশ কয়েকটি বাসের মধ্যে হানিফ এন্টারপ্রাইজ এর একটি নন এসি বাস রয়েছে যেটি ঢাকা থেকে যাত্রা শুরু করে এবং আশুগঞ্জ হয়ে শেরপুরে পৌঁছায়। শেরপুর থেকে আবার শুরু করে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে হানিফ এন্টারপ্রাইজের এ নন এসি বাস। ঢাকা থেকে বাসটি ছেড়ে আসে ভোর 5:30 এ এবং শেরপুরে এসে পৌঁছায় দুপুর 12 টা 1 মিনিটে।
  • হানিফ এন্টারপ্রাইজের আরো একটি বাস রয়েছে যেটি ঢাকা টু শেরপুর এ রুটে চলাচল করে। বাসটিতে ঢাকা টু শেরপুর এ রুটে চলাচল করে ভোর 5 টা 45 মিনিটে শেরপুর এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাসটি তার যাত্রা শেষ করে শেরপুর কাউন্টারে গিয়ে সকাল 11 টা 15 মিনিটে।
  • হানিফ এন্টারপ্রাইজ ঢাকা টু শেরপুর এ রুটে তাদের বহুবার চালু রেখেছে। এ বাস গুলোর মধ্যে আরেকটি বাস সকালের যাত্রা শুরু করে সেটি হল হানিফ এন্টারপ্রাইজের একটি নন এসি বাস। বাসটি ঢাকা থেকে শেরপুর এর উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 8 টা 20 মিনিটে এবং দুপুর 1 টা 20 মিনিটে শেরপুরে এসে তার যাত্রা শেষ করে।
  • সকালের যাত্রায় আপনারা যারা যাতায়াত করতে পছন্দ করেন তাদের জন্য হানিফ এন্টারপ্রাইজ রেখেছে ঢাকা টু শেরপুর এই বাসটি।হানিফ এন্টারপ্রাইজ নন এসি বাস ঢাকা কাউন্টার থেকে শেরপুর এর উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে সকাল 8 টা 50 মিনিটে এবং শেরপুর কাউন্টারে এসে পৌঁছায় দুপুর 2 টা 15 মিনিটে।

দুপুরের বাসের সময়সূচী

  • আপনারা যারা ঢাকা টু শেরপুর এর উঠে দুপুরের বাসে আপনার যাত্রা সম্পূর্ণ করতে ইচ্ছুক তাদের জন্য হানিফ এন্টারপ্রাইজ আরো একটি নন এসি বাস রয়েছে যেটা শেরপুর এর উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যায়। ঢাকা থেকে ছেড়ে আসা এই বাসটি দুপুর 1 টা 55 মিনিটে শেরপুর এর উদ্দেশ্যে রওনা দেয় এবং শেরপুর এসে পৌঁছায় সন্ধ্যা 7 টা 15 মিনিটে।
  • দুপুরে যারা বাসে যাতায়াত করতে পছন্দ করেন তাদের জন্য হানিফ এন্টারপ্রাইজ এর দুপুরের সময় একটি নন এসি বাস ঢাকা টু শেরপুর এ রুটে চলাচল করে। বাসটি দুপুর 12 টা 10 মিনিটে শেরপুর এর উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যায় এবং বিকেল 5 টা 15 মিনিটে শেষ করে এসে পৌঁছায়।

রাতের বাসের সময়সূচী

  • আপনারা যারা ঢাকা টু শেরপুর এর উঠে রাতের বাস একটু আরামদায়কভাবে আপনার যাত্রা সম্পূর্ণ করতে চান তাদের জন্য হানিফ এন্টারপ্রাইজ রেখেছে ঢাকা টু শেরপুর এই রুটে একটি নন এসি বাস। এই বাসটি ঢাকা কাউন্টার থেকে তার যাত্রা শুরু করে সন্ধ্যা 6 টা 10 মিনিটে এবং রাত 11:30 এ শেরপুরে এসে পৌঁছায়।
  • রাত্রিকালীন বাস সার্ভিসের জন্য হানিফ এন্টারপ্রাইজ আরো একটি বাস রেখেছে যে বাসটি রাত 8 টা 10 মিনিটে ঢাকা থেকে শেরপুর এর উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে এবং রাত 1:30 মিনিটে শেষ করে এসে পৌঁছায়।
  • হানিফ এন্টারপ্রাইজ চালু রেখেছে রাত্রিকালীন বাস সার্ভিস এবং এর অন্তর্গত একটি নন এসি বাস ঢাকা টু শেরপুর রুটে চলাচল করছে। এই বাসটি ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে রাত 10 টা 5 মিনিটে এবং ভোর 4:30 এ এসে শেরপুরে পৌঁছাচ্ছে।
  • হানিফ এন্টারপ্রাইজ এর একটি বাস রয়েছে যেটি রাত 10 টা 40 মিনিটে ঢাকা থেকে শেরপুর এর উদ্দেশ্যে ছেড়ে আসে এবং এই বাসটি ভোর 3:50 এর করে এসে পৌঁছায়।
  • রাতের সর্বশেষ বাস হিসেবে হানিফ এন্টারপ্রাইজ চালু রেখেছে ঢাকা টু শেরপুর এই রুটে একটি নন এসি বাস। এই নন এসি বাস ঢাকা থেকে শেরপুর এর উদ্দেশ্যে ছেড়ে যায় রাত 11:30 মিনিটে এবং শেরপুর এসে পৌঁছায় ভোর 4 টা 35 মিনিটে।

ঢাকা টু শেরপুর বাসের ভাড়া

আপনারা উপরের অংশে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমরা ঢাকা টু শেরপুর এই রুটের হানিফ এন্টারপ্রাইজ এর সকল নন এসি বাসের কথা উল্লেখ করেছি। এই একই কোম্পানির বাস এর কথা উল্লেখ করার কারণ হলো এই রুটে সবথেকে ভালো বাস সার্ভিস হানিফ এন্টারপ্রাইজ দিতে পারে। অন্য সকল বাস সার্ভিস লোকাল বাস সার্ভিস। হানিফ এন্টারপ্রাইজ তাদের ঢাকা টু শেরপুর এর নির্দিষ্ট টিকিট মূল্য নির্ধারণ করে রেখেছে।

ঢাকা টু শেরপুর এর উঠে প্রতি টিকিট মূল্য নির্ধারণ করেছে 440 টাকা। ঢাকা টু শেরপুর বাসের ভাড়া 440 টাকা।

অনলাইনে বাসের টিকিট

আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সেখান থেকে সার্চ দিন shohoz.com এই ওয়েবসাইট। সার্চ দেওয়ার পূর্বে অবশ্যই আপনার কম্পিউটারের বা মোবাইলের ইন্টারনেট কানেকশন অন করে নিতে হবে।

  • এর পরে আপনি shohoz.com এর প্রবেশ করুন এরপর আপনার সামনে অনেক কয়টি অপশন আসবে।
  • আপনি কোথায় থেকে যাত্রা শুরু করবেন এবং কোথায় পর্যন্ত যাত্রা শেষ করবেন এই দুইটি জিনিস উল্লেখ করুন। এরপরে আপনাকে যাত্রা তারিখ উল্লেখ করতে হবে।
  • এ পর্যায়ে সবকিছু উল্লেখ করে সার্চ দিলে আপনার সামনে অনেকগুলি বাসের লিস্ট চলে আসবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী বাস সিলেক্ট করুন। এবং বাস সিলেক্ট করার পরে আপনার বাসের সিট সিলেক্ট করুন।
  • এরপরে আপনার সামনে পেমেন্ট অপশন আসবে আপনি ইচ্ছা করলে বিকাশ ব্যবহার করে এই টিকিটের মূল্য পরিশোধ করতে পারেন।

আপনি এইভাবে খুব সহজ পদ্ধতি অবলম্বন করে বাসের টিকিট সংগ্রহ করতে পারেন। আপনি যদি তা না পারেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং সেখানে যা দেওয়া বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিজের বাসের টিকিট নিজেই কেটে ফেলুন অনলাইনে। যেকোন সমস্যার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।