প্রতিদিন প্রচুর পরিমাণে যাত্রীরা ঢাকা থেকে সান্তাহার ট্রেনে যাতায়াত করছে। আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন এবং আপনার যদি ঢাকা থেকে সান্তাহার যাওয়া পর্যন্ত ট্রেনের বিভিন্ন তথ্যের প্রয়োজন পড়ে তাহলে আপনি চাইলে আমাদের এই অনুচ্ছেদ মনোযোগ সহকারে পড়তে পারেন। কেননা এই অনুচ্ছেদের মাধ্যমে আজকে আপনাদের জানানো হবে ঢাকা থেকে সান্তাহার পর্যন্ত ট্রেন সম্পর্কিত সকল তথ্য গুলো।
যারা ঢাকা থেকে সান্তাহার পর্যন্ত ট্রেন সম্পর্কিত সকল তথ্য খুঁজে আছেন তারা প্রথমত আমাদের এই অনুচ্ছেদের উপর মনোযোগ দিন। আপনারা জানতে পারবেন ঢাকা স্টেশন থেকে কোন ট্রেনে উঠলে আপনারা সান্তাহার স্টেশন পর্যন্ত যেতে পারবেন। এরপরে আপনারা আরো জানতে পারবেন এ ট্রেনগুলোর বিভিন্ন সিডিউল এবং সময়সূচী সম্পর্কে। আপনারা যখন এই তথ্যগুলো জানতে পারবেন তখন আপনারা নিয়মিত ভাবে এবং অত্যন্ত সহজ ভাবে ঢাকা থেকে সান্তাহার পর্যন্ত যাতায়াত করতে পারবেন।
ঢাকা টু সান্তাহার ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে সান্তাহার পর্যন্ত যে ট্রেনগুলো চলাচল করে সে ট্রেনের সিডিউল এবং সময়সূচী জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা যদি ঢাকা থেকে সান্তাহার পর্যন্ত নিয়মিত যাতায়াত করেন তাহলে অবশ্যই আপনাদের এই তথ্যগুলো প্রয়োজন পড়বে।আমরা আজকে আলোচনা করব ঢাকা থেকে সান্তাহার পর্যন্ত যে ট্রেনগুলো চলাচল করে প্রত্যেকটি ট্রেনের সিডিউল এবং সময়সূচী সম্পর্কে। আশা করছি এই তথ্যগুলো আপনাদের জন্যে যথেষ্ট হবে এবং এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে।
একতা এক্সপ্রেস 705
একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন। একতা এক্সপ্রেস নিয়মিত ঢাকা টু সান্তাহার এই রুটে চলাচল করে। একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির সপ্তাহে সাতদিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন নাই। পেন্টিটা যাত্রা শুরু করে 10:10 এবং যাত্রা শেষ করে চারটায় 1 মিনিটে।
লালমনি এক্সপ্রেস 751
লালমনি এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। লালমনি এক্সপ্রেস নিয়মিত ঢাকা টু সান্তাহার এ রুটে চলাচল করে। লালমনি এক্সপ্রেস সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং শুক্রবারেই ট্রেন বন্ধ থাকে। ট্রেনটি তার যাত্রা শুরু করে 9:45 এবং যাত্রা শেষ করি 3:35 এ।
দ্রুতযান এক্সপ্রেস 757
দ্রুতযান এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। দ্রুতযান এক্সপ্রেস নিয়মিত ঢাকা টু সান্তাহার এ রুটে চলাচল করে। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সাতদিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন নাই। ট্রেনটি তার যাত্রা শুরু করে 8:01 এবং যাত্রা শেষ করে 1:15 মিনিটে।
রংপুর এক্সপ্রেস 771
রংপুর এক্সপ্রেস একটা আন্তঃনগর ট্রেন। রংপুর এক্সপ্রেস নিয়মিত ঢাকা টু সান্তাহার এই রুটে চলাচল করে।রংপুর এক্সপ্রেস সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং সোমবারের ট্রেন বন্ধ থাকে। রংপুর এক্সপ্রেস ধাকা রেলওয় স্টেশন হতে ছেড়ে আসে 9:10 এবং সান্তাহার রেলওয়ে স্টেশন এসে পৌঁছায় 3:10।
নীলসাগর এক্সপ্রেস 765
নীলসাগর এক্সপ্রেস একটা আন্তঃনগর ট্রেন। নীলসাগর এক্সপ্রেস নিয়মিত ঢাকা টু সান্তাহার এ রুটে চলাচল করে। নীলসাগর এক্সপ্রেস সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং সোমবার বন্ধ থাকে। ট্রেনটি তার যাত্রা শুরু করে 6:40 এবং যাত্রা শেষ করে 12 টা 15 মিনিটে।
পঞ্চগড় এক্সপ্রেস 793
পঞ্চগড় এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। পঞ্চগড় এক্সপ্রেস নিয়মিত ঢাকা টু সান্তাহার এ রুটে চলাচল করে। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের সাপ্তাহিক কোন ছুটির দিন নাই। ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন হতে ছাড়া ওষুধের 10:45 এবং সান্তাহার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় 4:10 এ।
কুড়িগ্রাম এক্সপ্রেস 797
কুড়িগ্রাম এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। কুড়িগ্রাম এক্সপ্রেস নিয়মিত এ রুটে চলাচল করে। ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করেএবং বুধবার বন্ধ থাকে। তার যাত্রা শুরু করে 8:45 এবং বিশেষ করে দুইটা 5 মিনিটে।
ঢাকা টু সান্তাহার ট্রেনের ভাড়ার তালিকা
শোভন টিকিট মূল্য 300 টাকা। শোভন চেয়ারের টিকিট মূল্য 360 টাকা এবং প্রথম আসনের টিকিট মূল্য 480 টাকা। এসি আসনের টিকিট মূল্য 715 টাকা।