আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই অনুচ্ছেদে। আপনারা যদি খুঁজে থাকেন ঢাকা টু পাবনা বাস এর সকল তথ্য তাহলে আমরা বলতে পারি আপনারা সঠিক জায়গাতে এসেছেন। আমাদের এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন দেশের প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি জেলা যাতায়াতের জন্য যাবতীয় তথ্য।
আমরা আজকে যেটা করতে যাচ্ছি ঢাকা টু পাবনা বাস এর সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। এতে করে এই রোডে যারা চলাচল করেন তাদের জন্য অনেক সুবিধা হচ্ছে। এখানে আমরা ঢাকা টু পাবনা এই রুটে যেসকল যান চলাচল করে তাদের পরিচিতি আপনাদের সামনে তুলে ধরব এবং এর পাশাপাশি কখন এই বাসগুলো যাতায়াত করে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব।
আপনারা আমাদের অনুচ্ছেদ থেকে জানতে পারবেন ঢাকা থেকে যেসব বাসগুলো পাবনাতে যায় সেগুলো কোম্পানির নাম এবং বাসগুলো সময়সূচী ও ভাড়া সম্পর্কে। সর্বশেষে আপনারা আরও জানতে পারবেন যে অনলাইনে কিভাবে বাসের টিকিট কাটতে হয়।
ঢাকা থেকে পাবনা জেলাতে জলপথে এবং বিমান পথে যাতায়াতের ব্যবস্থা থাকলেও বেশিরভাগ মানুষ বাসে যাতায়াত করে। কারণ বাসে যাতায়াত করার সবথেকে সহজ এবং বাসে যাতায়াত করলে আপনার খরচ কম হয়।
পাবনার মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনে ঢাকাতে যাতায়াত করে এ রুটের মাধ্যমে। এবং ঢাকার মানুষ পাবনাতে বিভিন্ন কাজের জন্য আসে এ রোড এর মাধ্যমে। অনেক শিক্ষার্থীরা রয়েছে যারা পাবনা থেকে ঢাকায় পড়াশোনার কাজেও এ রোড এর মাধ্যমেই যাতায়াত করে। তো চলুন জেনে নেয়া যাক ঢাকা থেকে পাবনা জেলা তে কোন কোন বাস এ রুটে চলাচল করে এবং বাসগুলোর সময়সূচী সম্পর্কে।
ঢাকা টু পাবনা বাসের সময়সূচী
এখন আমরা চেষ্টা করব ঢাকা টু পাবনা এ রুটে চলাচল কারী বাসের সময়সূচী সম্পর্কে আপনাদের একটু ধারনা দিতে। আমরা সব সময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি এই রুটে চলাচলকারী ব্যক্তিদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে।
সকালের বাসের সময়সূচী
- আপনারা যারা ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে সকালের বাসে আপনার যাত্রা সম্পূর্ণ করতে চান তাদের জন্য হানিফ এন্টারপ্রাইজ এর একটি এসি বাস রয়েছে যেটি সকাল 7:30 এ ঢাকা কাউন্টার থেকে পাবনার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে। এবং দুপুর 2:30 মিনিটে পাবনা কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে।
- শাহজাদপুর ট্রাভেলস এর বেশ কয়েকটি বাস এ রুটে চলাচল করে। শাহজাদপুর ট্রাভেলস এর বেশ কয়েকটি বাসের মধ্যে একটি এসি বাস রয়েছে যেটি সকাল 7:15 ঢাকা কাউন্টার থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং দুপুর 2 টা 15 মিনিটে পাবনা কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে।
- ঢাকা টু পাবনা এরোডে শ্যামলী পরিবহনের বেশ কয়েকটি বাসে রুটে চালু রয়েছে। শ্যামলী পরিবহনের বেশ কয়েকটি বাসের মধ্যে একটি নন এসি বাস রয়েছে যেটি সকাল 11:30 মিনিটে ঢাকা কাউন্টার থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পাবনা কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে দুপুর 3 টা 55 মিনিটে।
- আপনারা যারা সকালের বাসে একটু আরামদায়কভাবে ঢাকা টু পাবনা এরোডে আপনার যাত্রা সম্পূর্ণ করতে চান তাদের জন্য শাহজাদপুর ট্রাভেলস এর একটি এসি বাস এ রুটে চালু রয়েছে। এই এসি বাসটি সকাল 11:30 মিনিটে ঢাকা কাউন্টার থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পাবনা কাউন্টার এসে পৌঁছায় বিকেল 4 টা 55 মিনিটে।
দুপুরের বাসের সময়সূচী
- আলহামরা পরিবহন এর বেশ কয়েকটি বাস ঢাকা টু পাবনা এ রুটে চালু রয়েছে। আপনারা যারা ঢাকা টু পাবনা এ রুটে দুপুরের বাসে আপনার যাত্রা সম্পন্ন করতে চান তাদের জন্য আলহামরা পরিবহন এর একটি নন এসি বাস দুপুর 1 টা 10 মিনিটে ঢাকা কাউন্টার থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পাবনা কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে বিকেল 6 টা 10 মিনিটে।
- শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকা টু পাবনার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে দুপুর 1:30 মিনিটে এবং পাবনা কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে বিকেল পাঁচটা 55 মিনিটে।
- হানিফ ইন্টার প্রাইজের বেশ কয়েকটি বাস ঢাকা টু পাবনা এ রুটে চালু রয়েছে। হানিফ এন্টারপ্রাইজ এর একটি নন এসি বাস দুপুর 2:01 কাউন্টার থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পাবনা কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে সন্ধ্যা ছয়টা 55 মিনিটে।
রাতের বাসের সময়সূচী
- আলহামরা পরিবহন এর বেশ কয়েকটি বাসে রুটে চালু রয়েছে। আপনারা যারা ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে রাতের বাসে আপনার যাত্রা সম্পূর্ণ করতে চান তাদের জন্য আলহামরা পরিবহনের একটি বাস সন্ধ্যা 6 টা 30 মিনিটে ঢাকা কাউন্টার থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং রাত 11 টা 1 মিনিটে পাবনা কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে।
- শ্যামলী পরিবহনের একটি এসি বাস ঢাকা টু পাবনা এ রুটে চালু রয়েছে। এসিবাস টিভি রাত 8 টা 10 মিনিটে ঢাকা কাউন্টার থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পাবনা কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে রাত 12: 50মিনিটে।
- হানিফ এন্টারপ্রাইজ এর একটি নন এসি বাস রয়েছে যেটি রাত 10:10 এ ঢাকা কাউন্টার থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পাবনা কাউন্টারে এসে তা যাত্রা শেষ করে রাত 3 টা 30 মিনিটে।
- রাতের শেষভাগে শ্যামলী পরিবহন লিঃ এর একটি বাস ঢাকা কাউন্টার থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যায় রাত 12:30 এ এবং পাবনা কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে ভোর 5 টা 1 মিনিটে।
ঢাকা টু পাবনা বাসের ভাড়া
আপনারা ইতিমধ্যে ঢাকা টু পাবনা এ রুটে সকল বাসের সময়সূচী সম্পর্কে একটি ধারণা পেয়ে গেছেন। প্রতিশ্রুতি অনুযায়ী এখন আমরা আপনাদের এই বাসগুলোর ভাড়া সম্পর্কে জানাবো। তো চলুন বাসগুলোর ভাড়া গুলো সম্পর্কে জেনে নেই।
নন এসি বাসের ভাড়া
- শাহজাদপুর ট্রাভেলস তাদের নন এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 350 টাকা।
- হানিফ এন্টারপ্রাইজ ঢাকা টু পাবনা এই রুটে তাদের নন এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 350 টাকা।
- শ্যামলী পরিবহন ঢাকা টু পাবনা এই রুটে তাদের নন এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 400 টাকা।
- আলহামরা পরিবহন ঢাকা টু পাবনা এ রুটে তাদের নন এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 380 টাকা।
এসি বাসের ভাড়া
- শাহজাদপুর ট্রাভেলস ঢাকা টু পাবনা এ রুটে তাদের এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 550 টাকা।
- হানিফ এন্টারপ্রাইজ ঢাকা টু পাবনা এ রুটে তাদের এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 550 টাকা।
- শ্যামলী পরিবহন ঢাকা টু পাবনা এ রুটে তাদের এসি বাসের টিকিট মূল্য নির্ধারণ করেছে 450 টাকা।
অনলাইনে বাসের টিকিট
অনেকেই এই কথাটি শুনে অবাক হন অনলাইনে কিভাবে বাসের টিকিট কাটা যায়। কিন্তু বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে প্রায় সবকিছুই সম্ভব হচ্ছে। আপনি ইচ্ছা করলেই অনলাইনে বাসের টিকিট কাটতে পারবেন শুধুমাত্র আপনার মোবাইল বা কম্পিউটার ব্যবহার করেই।
আপনারা যারা অনলাইনে বাসের টিকিট কাটতে ইচ্ছুক তারা প্রথমে আপনার মোবাইলের অথবা কম্পিউটারের যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সেখান থেকে shohoz.com এর প্রবেশ করুন। সেখান থেকে সার্চ দিন আপনার গন্তব্য স্থানে যাওয়ার বাস গুলো সম্পর্কে।
যাত্রা শুরুর সময় এবং শেষের সময় উল্লেখ করুন এবং যাত্রা তারিখ উল্লেখ করুন।সিলেক্ট করুন আপনার পছন্দের বাস এবং বাসের সিট। এরপরে আপনি অনলাইনে পেমেন্ট করুন আপনার টিকিটের মূল্য। পেমেন্ট কমপ্লিট হলে আপনার টিকিট কাটার প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে। এবার আপনার টিকিটের ফটো কপি করে আপনার যাত্রার সময় অবশ্যই ফটোকপি করা টিকিটটি আপনার সাথে নিয়ে যেতে হবে।