আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই পোস্টে। আমাদের এই পোষ্টটি খুব তথ্যবহুল একটি পোস্ট হতে যাচ্ছে। আপনারা যারা বাসে যাতায়াত করতে পছন্দ করে তাদের জন্য বিশেষ করে এই পোস্ট কাজে লাগতে পারে। মনে করেন আপনি ঢাকা তে বসবাস করেন অথবা ঢাকাতে কোন এক পর্যটন কেন্দ্র বেড়াতে আপনি সেখানে গিয়েছেন। আপনাকে হঠাৎ করেই সেখান থেকে আসার সময় নেত্রকোনা হয়ে আসতে হবে। আপনি বাসে আসতে চাচ্ছেন এবং সে সম্পর্কে কিছুই জানেন না। আপনি এখন কিভাবে ঢাকা থেকে নেত্রকোনা আসবেন।
আপনার কোন চিন্তা করতে হবে না আপনার সমস্যার সমাধান এর জন্য আমরা রয়েছি। আমরা আজকে আপনাদের জানাব ঢাকা টু নেত্রকোনা বাস এর সকল তথ্য সম্পর্কে। এবং আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনারা আরও জানতে পারবেন ঢাকা টু নেত্রকোনা তে যেসব কোম্পানির বাস গুলো চালু রয়েছে সেসব কোম্পানির বাসের নাম গুলো। আমরা আপনাদের আরো জানাবো যে এই কোম্পানির বাসগুলোর সময়সূচী এবং ভাড়া সম্পর্কে।
এবং আপনারা সর্বশেষ যেটা আমাদের পোষ্ট থেকে জানতে পারবেন সেটা হলো অনলাইনে কিভাবে ঘরে বসে আপনি খুব সহজে আপনার বাসের টিকিট কাটতে পারেন সে সম্পর্কে। আমরা আশা করছি আমাদের এই পোষ্ট আপনাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের সমাধান করতে।তো চলুন জেনে নেয়া যাক ঢাকা থেকে নেত্রকোনা বাস কোম্পানি গুলোর নাম এবং বাসের সময়সূচী সম্পর্কে।
ঢাকা টু নেত্রকোনা বাসের সময়সূচী
ঢাকা টু নেত্রকোনা বাসের সময়সূচী বলতে বাসগুলো ঢাকা থেকে কোন সময়ে নেত্রকোনার উদ্দেশ্যে ছাড়বে এবং কোন সময় নেত্রকোনা তে এসে পৌঁছাবে সে বিষয়ে বিস্তারিত। আপনারা আমাদের নিচের অংশটুকু লক্ষ্য করলেই খুব সহজেই বুঝতে পারবেন।
সকালের বাসের সময়সূচী
আপনারা যারা ঢাকা থেকে নেত্রকোনা সকালের বাসে আপনার যাএা সম্পূর্ণ করতে ইচ্ছুক তাদের জন্য বিআরটিসি’র একটি নন এসি বাস রয়েছে যেটি সকাল 6 টা 1 মিনিটে ঢাকা কাউন্টার থেকে নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সকাল 11:30 এ নেত্রকোনা কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে।
- এনা ট্রান্সপোর্ট লিঃ এর বেশ কয়েকটি বাস ঢাকা থেকে নেত্রকোনা এই রুটে চলাচল করে। এনা ট্রান্সপোর্ট লিঃ এর একটি নন এসি বাস রয়েছে যেটি সকাল 7 টা 1 মিনিটে ঢাকা কাউন্টার থেকে নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সকাল 12 টা 30 মিনিটে নেত্রকোনা কাউন্টারে এসে পৌঁছায়।
- হযরত শাহজালাল বাস কোম্পানির এসি বাস রয়েছে যেটি সকাল 7:15 এ ঢাকা কাউন্টার থেকে নেত্রকোনার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে এবং দুপুর 12 টা 45 মিনিটে নেত্রকোনা কাউন্টারে এসে তার যাতে শেষ করে।
- এনা পরিবহন এর বেশ কয়েকটি বাস এ রুটে চালু রয়েছে। এনা পরিবহনের বেশ কয়েকটি বাসের মধ্যে একটি বাস সকালের যাত্রায় ঢাকা থেকে নেত্রকোনা উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে সকাল 8 টা 1 মিনিটে। এনা পরিবহনের এই বাসটি নেত্রকোনা কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে দুপুর 1 টা 15 মিনিটে।
দুপুরের বাসের সময়সূচী
বিআরটিসি’র একটি বাস রয়েছে যেটি দুপুরের সময় ঢাকা কাউন্টার থেকে নেত্রকোনার উদ্দেশ্যে দুপুর 1 টা 1 মিনিটে তার যাত্রা শুরু করে এবং সন্ধ্যা 6 টা 30 মিনিটে নেত্রকোনা কাউন্টারে এসে পৌঁছায়।
- এনা ট্রান্সপোর্ট এর নন এসি বাস দুপুর 1 টা 15 মিনিটে ঢাকা কাউন্টার থেকে তার যাত্রা শুরু করে এবং নেত্রকোনা কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে সন্ধ্যা 6 টা 45 মিনিটে।
- হযরত শাহজালাল বাস কোম্পানির বেশ কয়েকটি বাস এ রুটে চলাচল করে। তার মধ্যে একটি নন এসি বাস রয়েছে যেটি দুপুর 1:30 মিনিটে ঢাকা কাউন্টার থেকে ছেড়ে যায় এবং নেত্রকোনা কাউন্টারে এসে পৌঁছায় সন্ধ্যা 7 টা 1 মিনিটে।
- এনা পরিবহন লিঃ এর একটি নন এসি বাস দুপুর 1 টা 45 মিনিটে ঢাকা কাউন্টার থেকে নেত্রকোনার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে এবং সন্ধ্যা 7 টা 15 মিনিটে নেত্রকোনা কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে।
- বিআরটিসি’র একটি নন এসি বাস রয়েছে যেটি দুপুর 2 টা 1 মিনিটে ঢাকা কাউন্টার থেকে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দেয় এবং সন্ধ্যা 7 টা 30 মিনিটে তার গন্তব্যস্থলে পৌঁছে।
রাতের বাসের সময়সূচী
আপনারা যারা রাতের বাসে ঢাকা থেকে নেত্রকোনা উদ্দেশ্যে আপনার যাত্রা সম্পূর্ণ করতে চান তাদের জন্য এনা ট্রান্সপোর্ট লিঃ এর একটি নন এসি বাস রয়েছে যেটি সন্ধ্যা 6 টা 1 মিনিটে ঢাকা কাউন্টার থেকে ছেড়ে যায়। এবং নেত্রকোনা কাউন্টারে এসে পৌঁছায় রাত 11:30 মিনিটে।
- হযরত শাহজালাল বাস কোম্পানির একটি নন এসি বাস রয়েছে যেটি রাত 9 টা 1 মিনিটে ঢাকা কাউন্টার থেকে তার যাত্রা শুরু করে নেত্রকোনার উদ্দেশ্যে এবং রাত 2 টা 30 মিনিটে নেত্রকোনা কাউন্টারে এসে তার যাত্রা সম্পন্ন করে।
- রাত 10 টা 30 মিনিটে এনা ট্রান্সপোর্ট এর একটি নন এসি বাস ঢাকা কাউন্টার থেকে ছেড়ে যায় নেত্রকোনার উদ্দেশ্যে এবং রাত 3 টা 30 মিনিটে নেত্রকোনা কাউন্টারে এসে পৌঁছায়।
- এনা পরিবহন এর বেশ কয়েকটি বাসের মধ্যে একটি বাস রাতের যাত্রা এ রুটে চালু রয়েছে। এনা পরিবহনের এই নন এসি বাস রাত 11 টা 1 মিনিটে ঢাকা কাউন্টার থেকে ছেড়ে যায় এবং ভোর 4:30 এ নেত্রকোনা কাউন্টারে এসে পৌঁছায়।
- আপনারা যারা ঢাকা থেকে নেত্রকোনার উদ্দেশ্যে রাতের শেষভাগে আপনার যাত্রা সম্পূর্ণ করতে চান তাদের জন্য বিআরটিসির একটি নন এসি বাস রয়েছে যেটি রাত 11:30 মিনিটে ঢাকা কাউন্টার থেকে নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সকাল 5:30 এ নেত্রকোনা কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে। আপনারা চাইলে রাতের শেষভাগে এই বাসটিতে আপনার আরামদায়ক যাত্রা সম্পূর্ণ করতে পারেন।
ঢাকা টু নেত্রকোনা বাসের ভাড়া
আমরা যেহেতু চেষ্টা করেছি আপনাদের যাত্রা গুলোকে আরো সহজ এবং আরামদায়ক কিভাবে করা যায় সেই লক্ষ্য নিয়ে তার ধারাবাহিকতায় এখন আমরা আপনাদের ঢাকা থেকে নেত্রকোনা যাওয়ার বাসের ভাড়া গুলো নিয়ে আলোচনা করব।
ঢাকা থেকে নেত্রকোনা যেসব পাস কোম্পানিগুলোর বাস রয়েছে সেই কোম্পানির বাস গুলোর মধ্যে কোন এসি বাস এ রুটে চালু নেই। তাই আমরা শুধু এরোডে যেসব নন এসি বাস গুলো চলাচল করে সেইসব বাসগুলোর ভাড়া সম্পর্কে আপনাদের জানাবো।
নন এসি বাসের ভাড়া
- বিআরটিসি এর বাস কোম্পানির নন এসি বাসের ভাড়া তারা নির্ধারণ করেছে 250 টাকা।
- এনা ট্রান্সপোর্ট এর বেশ কয়েকটি নন এসি বাস এ রুটে চালু রয়েছে। তারা তাদের নন এসি বাসের ভাড়া সিট প্রতি নির্ধারণ করেছে 250 টাকা।
- হযরত শাহজালাল বাস কোম্পানির বেশ কয়েকটি নন এসি বাস ঢাকা টু নেত্রকোনা এ রুটে চালু রয়েছে। তারা তাদের নন এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 250 টাকা।
অনলাইনে বাসের টিকিট
- অনলাইনে বাসের টিকিট কাটার জন্য প্রথমে আপনার মোবাইলের অথবা কম্পিউটারের যেকোন একটি ব্রাউজার ওপেন করুন।
- এবং সেখান থেকে shohoz.com এর প্রবেশ করুন।
- সেখান থেকে সার্চ দিন আপনার গন্তব্য স্থানে যাওয়ার বাস গুলো সম্পর্কে।
- যাত্রা শুরুর সময় এবং শেষের সময় উল্লেখ করুন এবং যাত্রা তারিখ উল্লেখ করুন।
- সিলেক্ট করুন আপনার পছন্দের বাস এবং বাসের সিট।
- এর পরে আপনি অনলাইনে পেমেন্ট করুন আপনার টিকিটের মূল্য।
- পেমেন্ট করার পর আপনার কাছে অনেক কয়টি অপশন আসবে আপনি বিকাশের মাধ্যমে আপনার পেমেন্ট সম্পন্ন করুন।
- পেমেন্ট কমপ্লিট হলে আপনার টিকিট কাটার প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে।
- এরপর টিকিট চেক করে আপনাকে ফটোকপি করে নিতে হবে। এবং জাতের সময় সেই টিকিট আপনার সাথে অবশ্যই নিয়ে যেতে হবে।