ঢাকা টু দিনাজপুর বাসের সময়সূচী ২০২৩  ভাড়া,  অনলাইন টিকিট

আজকে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে বহুল আলোচিত একটি বিষয়। আজকে আমরা ঢাকা টু দিনাজপুর এই রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের তথ্য নিয়ে আলোচনা করবো আমাদের এই অনুচ্ছেদে। ঢাকা টু দিনাজপুর এই রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের ভাড়া আমরা আপনাদের জানাব।

ঢাকা থেকে দিনাজপুরের রুটে চলাচলকারি প্রত্যেকটি বাসের নাম আমরা আপনাদের জানাব। এবং সর্বশেষে আপনারা জানতে পারবেন এ বাসের টিকিট গুলো আপনারা কিভাবে অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। ঢাকা থেকে দিনাজপুরের রাস্তাটি বেশ পরিচিত একটি রাস্তা। প্রতিনিয়ত আমাদের  ঢাকা থেকে দিনাজপুরের যোগাযোগ স্থাপন হচ্ছে এ রাস্তার মাধ্যমে।

ঢাকার মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনে দিনাজপুর যেতে পারেন। অনেক কয়টি মাধ্যমের মধ্য হতে মানুষ সর্বপ্রথম বাসি বেছে নেন। কারণ বাসে যাতায়াত সবথেকে সহজ। অন্যান্য অপশনগুলি আপনি যদি বেছে নেন তাহলে আপনি যখন তখন যাত্রা করতে পারবেন না এবং আপনার বেশি খরচ পড়ে যাবে। তাই আমরা বাসি যাতায়াতকারী ঢাকা টু দিনাজপুর এই রুটে যাত্রীদের সুবিধার জন্য আজকে নিয়ে এলাম আমাদের এই অনুচ্ছেদ।

অনেকে  রয়েছেন যারা নিয়মিত যাতায়াত করলেও সঠিকভাবে এই রুটের বাসের সময়সূচী গুলো জানেন না। আবার অনেকেই এই রুটের সময়সূচী জানলেও সঠিক ভাড়া জানেন না। দিনাজপুরে রয়েছে বহু পর্যটন কেন্দ্র। এ ছাড়াও বহু ব্যবসায়ীক ক্ষেত্র রয়েছে দিনাজপুরে।

অনেক মানুষ আছেন যারা তাদের জীবিকার কাজে ঢাকাতে বসবাস করেন তারা তাদের দেশের বাড়িতে যাওয়ার জন্য ঢাকা টু দিনাজপুর এই রোড ব্যবহার করেন। অনেক শিক্ষার্থী রয়েছেন যারা তাদের পড়াশোনার কাজে অথবা চাকরির খোঁজে ঢাকাতে এসে অবস্থান করছেন। তারা বিভিন্ন লোকেশনে ছুটি পেলেই রোড এর মাধ্যমে বাসে যাতায়াত করতে পছন্দ করেন।

ঢাকা টু দিনাজপুর বাসের সময়সূচী

আমরা এই অংশের মাধ্যমে আমাদের আজকের আলোচনার মূল অংশে চলে এসেছি। এই অংশে আপনারা জানতে পারবেন ঢাকা টু দিনাজপুর এই রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের সময়সূচী সম্পর্কে। বাস গুলো কখন ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং কখন দিনাজপুরে গিয়ে পৌঁছাচ্ছে এই সম্পর্কে তথ্য এখানে পেয়ে যাবেন। এছাড়াও বাসগুলো এসি না নন এসি বাস এবং বাসগুলোর কোম্পানির নাম আপনারা জানতে পারবেন।

সকালের বাসের সময়সূচী

  • এস আর ট্রাভেলস প্রাইভেট লিমিটেড কোম্পানির বেশ কয়েকটি বাস ঢাকা টু দিনাজপুর রুটে চলাচল করে। তারা তাদের গ্রাহকদের সেবা দেওয়ার লক্ষ্যে সকাল 7 টা 10 মিনিটে ঢাকা কাউন্টার থেকে দিনাজপুরের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু করেন এবং দিনাজপুর কাউন্টারে যাত্রা শেষ করে দুপুর 3 টা 10 মিনিটে। এটি একটি নন এসি বাস।
  • আপনারা যারা ঢাকা থেকে দিনাজপুর যাত্রা করতে ইচ্ছুক। নাবিল পরিবহন লিঃ এর একটি বাস সার্ভিস চালু রয়েছে। এই বাসটি ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করবে সকাল 8 টা 10 মিনিটে। এবং দিনাজপুরে তার যাত্রা শেষ করবে সন্ধ্যা 7:10 মিনিটে।
  • হানিফ এন্টারপ্রাইজ এর একটি বাস সার্ভিস এই রুটে চলাচল করে। এই বাসটি ঢাকা উত্তরা কাউন্টার থেকে সকাল 8:10 এ দিনাজপুরের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করবে। সন্ধ্যা 7 টা 10 মিনিটে উত্তরা থেকে রংপুর, রংপুর থেকে সৈয়দপুর এবং সৈয়দপুর হয়ে দিনাজপুর কাউন্টারে পৌঁছাবে। এটি একটি নন এসি বাস।
  • হানিফ এন্টারপ্রাইজ এর আরো একটি বাস সার্ভিস চালু হয়েছে এই রোডে। এই বাসটি ঢাকা উত্তরা থেকে ছাড়বে সকাল 8 টা 45 মিনিটে। এবং ঢাকা উত্তরা হয়ে বিরামপুর থেকে ফুলবাড়ী হয়ে দিনাজপুর কাউন্টারে পৌঁছাবে সন্ধ্যা 7 টা 10 মিনিটে।
  • আপনারা যারা ঢাকা থেকে দিনাজপুর যাত্রা করতে চাচ্ছেন তাদের জন্য এস আর ট্রাভেলস প্রাইভেট লিমিটেড এর একটি এসি বাস সার্ভিস চালু রয়েছে এই রোডে। এই বাসটি ঢাকা কাউন্টার থেকে দিনাজপুরের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করবে সকাল 9 টা 15 মিনিটে এবং তার যাত্রা শেষ করবে বিকেল 5 টা 15 মিনিটে।

দুপুরের বাসের সময়সূচী

  • নাবিল পরিবহন লিঃ এর তাদের বেশ কয়েকটি বাসের মধ্যে একটি বাস দুপুর বেলাতে ঢাকা বাস কাউন্টার থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে দেয়। এই বাসটি দুপুর 2 টা 10 মিনিটে ঢাকা কাউন্টার থেকে ছেড়ে যায় এবং রাত 8:30 এ দিনাজপুর কাউন্টারে গিয়ে পৌঁছায়।
  • হানিফ এন্টারপ্রাইজ তাদের বেশ কয়েকটি বাসের মধ্যে একটি বাস দুপুর বেলাতে ঢাকা বাস কাউন্টার থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে দেয়। এই বাসটি দুপুর 2 টায় ঢাকা কাউন্টার থেকে ছেড়ে যায় এবং রাত 11 টা 10 মিনিটে দিনাজপুর কাউন্টারে গিয়ে পৌঁছায়।
  • নাবিল পরিবহন লিমিটেডের বেশ কয়েকটি বাসের মধ্যে একটি বাস রয়েছে। এই বাসটি ঢাকা থেকে যাত্রা শুরু করে দুপুর 3 টা 10 মিনিটে। এবার ঢাকা কাউন্টার থেকে ছেড়ে গিয়ে দিনাজপুর কাউন্টারে পৌঁছায় রাত 11 টায়।
  • হানিফ এন্টারপ্রাইজ এর একটি নন এসি বাস ঢাকা কাউন্টার থেকে বিকেল 4 টা 30 মিনিটে ঢাকা কাউন্টার থেকে ছেড়ে যায় দিনাজপুর কাউন্টার এর উদ্দেশ্যে। বাসটি রাত 2 টা 30 মিনিটে তার গন্তব্যস্থলে পৌঁছে।

রাতের বাসের সময়সূচী

  • ঢাকা টু দিনাজপুর এই রুটে চলাচল করে নাবিল পরিবহনের বেশ কয়েকটি নন এসি বাস। এদের মধ্যে একটি বাস রাত 7 টা 30 মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায় দিনাজপুরের উদ্দেশ্যে এবং রাত 2 টা 30 মিনিটে দিনাজপুর কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে।
  • এস আর ট্রাভেলস প্রাইভেট লিমিটেড এর একটি নন এসি বাস ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে রাত 9 টা 10 মিনিটে এবং দিনাজপুর পৌছে সকাল 5 টা 10 মিনিটে।
  • নাবিল পরিবহন লিঃ এর একটি এসি বাস এই রুটে চলাচল করে। আপনারা যারা ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রাতে একটু আরামদায়কভাবে যাত্রা করতে চান তারা এই বাসটিতে আপনার যাত্রা সম্পন্ন করতে পারেন। এই বাসটি ঢাকা কাউন্টার থেকে দিনাজপুরের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করবে রাত 9 টা 30 মিনিটে এবং দিনাজপুর কাউন্টারে পৌঁছাবে সকাল ছয়টায়।
  • হানিফ এন্টারপ্রাইজ এর সর্বশেষ একটি বাস সার্ভিস রয়েছে যেটা রাতের শেষভাগে ঢাকা কাউন্টার থেকে তার যাত্রা শুরু করে রাত 11:30 মিনিটে এবং সারারা যাত্রা করার পর দিনাজপুর কাউন্টারে এসে পৌঁছায় সকাল 9:30 মিনিটে।

ঢাকা টু দিনাজপুর বাসের ভাড়া

এতক্ষণ আপনারা জানলেন ঢাকা টু দিনাজপুর এই রুটে চলাচল করে প্রত্যেকটি বাস কোম্পানির নাম এবং তাদের সময়সূচী সম্পর্কে। এখন এগুলোর ভাড়া সম্পর্কে জানবেন।

  • হানিফ এন্টারপ্রাইজ এ রুটে তাদের বেশ কয়েকটি নন এসি বাস চালু রেখেছে। তারা তাদের প্রত্যেকটি বাসের টিকিট মূল্য নির্ধারণ করেছে 600 টাকা। এবং নাবিল পরিবহন টিকিট মূল্য নির্ধারণ করেছে 600 টাকা।
  • এস আর ট্রাভেলস প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের এই রুটে নন এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 550 টাকা।

এসি বাসের ভাড়া

  • হানিফ এন্টারপ্রাইজ এর উঠে তাদের বেশ কয়েকটি এসি বাস চালু রেখেছে। তারা তাদের প্রত্যেকটি বাসের টিকিট মূল্য 1200 টাকা নির্ধারণ করেছে।
  • নাবিল পরিবহন লিমিটেড এ রয়েছে তাদের এসি বাসের টিকিট মূল্য নির্ধারণ করেছে 1200 টাকা।

অনলাইনে বাসের টিকিট

আপনি যদি অনলাইনে ঢাকা টু দিনাজপুর এই রুটের বাসের টিকিট কাটতে চান তাহলে খুব সহজেই এটি কাটতে পারবেন। ঝটপট আপনার মোবাইল থেকে ঢুকে পড়ুন shohoz.com এ এবং সেখানে দেখানো তিনটি পদ্ধতি বা ধাপ  অতিক্রম করে আপনার বাসের টিকিট কেটে ফেলুন। আপনি shohoz.com থেকে ঢাকা টু দিনাজপুর এই রুটে চলাচলকারী বাস পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী বাস সিলেক্ট করুন এবং যাত্রা উপভোগ করুন। আশা করছি আপনার যাত্রা অনেক ভালো হবে।pur