প্রতিদিন প্রচুর পরিমাণে যাত্রীরা দর্শনা থেকে পাকশী ট্রেনে যাতায়াত করছে। আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন এবং আপনার যদি দর্শনা থেকে পাকশী যাওয়া পর্যন্ত ট্রেনের বিভিন্ন তথ্যের প্রয়োজন পড়ে তাহলে আপনি চাইলে আমাদের এই আর্টিকেল মনোযোগ সহকারে পড়তে পারেন। কেননা এ আর্টিকেল এর মাধ্যমে আজকে আপনাদের জানানো হবে দর্শনা থেকে পাকশী পর্যন্ত ট্রেন সম্পর্কিত সকল তথ্য গুলো।
যারা দর্শনা থেকে পাকশী পর্যন্ত ট্রেন সম্পর্কিত সকল তথ্যের খোঁজে আছে তারা প্রথমত আমাদের এই আর্টিকেলের উপর মনোযোগ দিন। আপনারা জানতে পারবেন দর্শনা স্টেশন থেকে কোন ট্রেনে উঠলে আপনারা পাকশী স্টেশন পর্যন্ত যেতে পারবেন। এরপরে আপনারা আরো জানতে পারবেন এই ট্রেনগুলোর বিভিন্ন সিডিউল এবং সময়সূচী সম্পর্কে। আপনারা এখন এই তথ্যগুলো জানতে পারবেন তখন আপনারা নিয়মিত ভাবে এবং অত্যন্ত সহজ ভাবে দর্শনা থেকে পাকশী ট্রেনে যাতায়াত করতে পারবেন।
দর্শনা টু পাকশী ট্রেন
আমরা আজকে আলোচনা করবো দর্শনা থেকে পাকশী পর্যন্ত যে আন্তঃনগর ট্রেনগুলো চলাচল করে সে ট্রেন গুলি সম্পর্কে। দর্শনা থেকে পাকশী পর্যন্ত বেশ কয়েকটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চলাচল করে এবং ট্রেনগুলো অত্যন্ত ভালো মানের আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন।আপনারা যারা নিয়মিত এডুকে যাতায়াত করবেন তাদের কাছে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন গুলো অতি পরিচিত হতে পারে।
যারা ট্রেনের পাগল তারা কেবলমাত্র ট্রেনে যাতায়াত করবে এবং যারা অন্যান্য যানবাহনে যাতায়াত করতে পছন্দ করে তারা যদি একবার ট্রেনে যাতায়াত করে তাহলে অন্য যানবাহনের যাতায়াত করতে পছন্দ করবে না। দর্শনা থেকে পাকশী যাতায়াতকারীদের মধ্যে বেশিরভাগ যাত্রীরা এমন রয়েছেন যারা কলকাতা অথবা ইন্ডিয়াতে বিভিন্ন কাজে যাতায়াত করতে চাচ্ছেন। মূলত উত্তরবঙ্গ থেকে যাতায়াত করার এটি একটি রূপ এবং এ রুটের মাধ্যমে যাতায়াতকারী রা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারেন। দর্শনা থেকে পাকশী পর্যন্ত ট্রেনে যাতায়াত করতে হলে আপনারা বিভিন্ন ধরনের ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারেন। তার মধ্যে রয়েছে লোকাল ট্রেন অথবা আন্তঃনগর ট্রেন। সব থেকে ভাল হয় আপনি বিভিন্ন ধরনের আন্তঃনগর ট্রেনে যাতায়াত করলে। আমরা আজকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করছি।
দর্শনা টু পাকশী ট্রেনের সময়সূচী আন্তঃনগর
আপনারা যারা দর্শনা থেকে পাকশী নিয়মিত যাতায়াত করেন অথবা যারা নতুন রয়েছেন তাদের জন্য আমাদের অনুচ্ছেদের এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের আর্টিকেলের এই অংশে আলোচনা করব দর্শনা থেকে পাকশী যেসব আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন গুলো চলাচল করে সে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন গুলোর নাম ছুটির দিন এবং সময়সূচী সম্পর্কে বিস্তারিত সকল তথ্য গুলো।
কপোতাক্ষ এক্সপ্রেস 715
কপোতাক্ষ এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। কপোতাক্ষ এক্সপ্রেস নিয়মিত দর্শনা টু পাকশী এ রুটে চলাচল করে। কপোতাক্ষ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির সপ্তাহে ছয়দিন চলাচল করে একদিন বন্ধ থাকে সে বন্ধের দিন হলো মঙ্গলবার। কপোতাক্ষ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন টি দর্শনা রেলওয়ে স্টেশন হতে ছেড়ে আসা 8:32 এবং পাকশী রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় 10:18।
সাগরদাঁড়ি এক্সপ্রেস 761
সাগরদাঁড়ি এক্সপ্রেস একটা আন্তঃনগর ট্রেন। সাগরদাঁড়ি এক্সপ্রেস নিয়মিত দর্শনা টু পাকশী এ রুটে চলাচল করে। সাগরদাঁড়ি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন সপ্তাহের সাত দিনের মধ্যে ছয়জন চলাচল করে এবং 1 দিন বন্ধ থাকে সে বন্ধের দিন হলো সোমবার। সাগরদাঁড়ি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির দর্শনা রেলওয়ে স্টেশন হতে ছেড়ে আসে 6:29 এবং পাকশী রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় 8:10 এ।
দর্শনা টু পাকশী ট্রেনের ভাড়ার তালিকা
ট্রেনের ভাড়ার তালিকা গুলো সাধারণত সরকারিভাবে নির্ধারণ করা হয়ে থাকে আমাদের অনুচ্ছেদের অংশে আমরা এখন আলোচনা করব দর্শনা থেকে পাঁচটি যেসব আন্তঃনগর ট্রেনগুলো চলাচল করে সে ট্রেন গুলোর ভাড়ার তালিকা সম্পর্কে।
শোভন আসনের টিকিট মূল্য 110 টাকা। শোভন চেয়ার আসনের টিকিট মূল্য 135 টাকা। প্রথম আসনের টিকিট মূল্য 175 টাকা। স্নিগ্ধা আসনের টিকিট মূল্য 220 টাকা। এসি আসনের টিকিট মূল্য 265 টাকা।