ভৈরব বাজার টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ২০২৩ টিকিট ও ভাড়ার তালিকা

ভৈরব বাজার বাংলাদেশের অন্যতম ব্যাস্ত একটি এলাকা এবং এই এলাকা থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে যাত্রী দেশের বিভিন্ন জায়গাতে যাতায়াত করে। আপনি হতে পারেন ভৈরব বাজার এলাকার স্থানীয় একজন অথবা আপনি আপনার বিভিন্ন প্রয়োজনে এখানে যেতে পারেন।

আপনাদের মধ্যে অনেকেই এমন থাকতে পারেন যারা পেশাগত কারণে নিয়মিত ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জ যাতায়াত করছেন। তবে এক্ষেত্রে আপনাকে জানতে হবে ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জ ট্রেনে যাতায়াত করলে আপনার অভিজ্ঞতা কেমন হতে পারে। আশা করছি এই অভিজ্ঞতা অত্যন্ত ভালো হবে।

তবে যারা এখন পর্যন্ত ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জের ট্রেনে যাতায়াত করেননি তাদের আগ্রহ একটু বাড়িয়ে দিতে আজকের আর্টিকেল এর মধ্যে আমরা সংযুক্ত করব ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জ যাওয়ার জন্য বিভিন্ন আন্তঃনগর ট্রেনের বিস্তারিত সকল তথ্য। তাই আপনারা যারা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন এই তথ্যগুলো জন্য তাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ সহকারে পড়ার। আপনারা শুধুমাত্র আমাদের এই আর্টিকেল থেকেই ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জ যাওয়ার ট্রেনের সবথেকে বেস্ট তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন।

ভৈরব বাজার টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচি আন্তঃনগর

আপনারা যারা ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জ নিয়মিত যাতায়াত করেন অথবা যারা নতুন রয়েছেন তাদের জন্য আমাদের অনুচ্ছেদের এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ।আমরা আমাদের অনুচ্ছেদের এই অংশে আলোচনা করব ভৈরব বাজার টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচি আন্তঃনগর সম্পর্কে বিস্তারিত সকল তথ্য গুলো।

ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জ ট্রেনের যাতায়াত করার জন্য যে আন্তঃনগর ট্রেনগুলো রয়েছে এখন আমরা সে আন্তঃনগর ট্রেনগুলো বিভিন্ন সময়সূচী আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যারা নিয়মিত ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জ যাতায়াত করতে চাচ্ছেন তাদের কাছেই আন্তঃনগর ট্রেনগুলো প্রধান পছন্দ হতে পারে এবং এই আন্তঃনগর ট্রেনগুলোতে যাতায়াত করা অত্যন্ত আরামদায়ক হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জ রুটে মোট তিনটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করে। এ আন্তঃনগর ট্রেন গুলোর নাম হলো এগারসিন্দুর প্রভাতী 737, এগারসিন্দুর গোধূলির 749 এবং কিশোরগঞ্জের এক্সপ্রেস 781। আমাদের অনুচ্ছেদের এ অংশে আমরা এখনই আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন গুলোর সম্পর্কে বিস্তারিত সকল তথ্য গুলো আপনাদের সামনে আলোচনা করব। আপনারা যারা ভৈরব বাজার টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচি গুলো জানতে আগ্রহী প্রকাশ করছেন তারা অবশ্যই আমাদের অনুচ্ছেদ শেষ পর্যন্ত পড়ুন।

এগারসিন্দুর প্রভাতী 737

এগারসিন্দুর প্রভাতী একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। এগারসিন্দুর প্রভাতী আন্তঃনগর ট্রেনটির সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং 1 দিন বন্ধ থাকে সেই বন্ধের দিন হলো বুধবার।এগারসিন্দুর প্রভাতী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব বাজার রেলস্টেশন হতে ছেড়ে আসে 9 টা ছয় মিনিটে এবং কিশোরগঞ্জ রেলস্টেশন এসে পৌঁছায় 11:15।

এগারসিন্দুর গোধূলির 749

এগারসিন্দুর গোধূলির একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। এগারসিন্দুর গোধূলির নিয়মিত ভৈরব বাজার টু কিশোরগঞ্জ এ রুটে চলাচল করে। এগারসিন্দুর গোধূলির ট্রেনটি সপ্তাহে সাতদিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন না থাকায় আপনারা চাইলে এই ট্রেনটিতে সপ্তাহে প্রতিদিন ট্রেনের সময়সূচি অনুযায়ী যাত্রা করতে পারবেন। ট্রেনটি তার যাত্রা শুরু করে আর টা 42 মিনিট এবং যাত্রা শেষ করে 10:45 এ।

কিশোরগঞ্জ এক্সপ্রেস 781

কিশোরগঞ্জএক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির ভৈরব বাজার টু কিশোরগঞ্জ এ রুটে যাতায়াত করে। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার বন্ধ থাকে। ট্রেন টি ভৈরব বাজার রেলওয় স্টেশন হতে ছেড়ে আসে 12:40 এ এবং কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এসে পৌঁছায় 03:00 মিনিটে।

ভৈরব বাজার টু কিশোরগঞ্জ ট্রেনের ভাড়ার তালিকা

শোভন এর টিকিট মূল্য 50 টাকা। শোভন চেয়ার এর টিকিট মূল্য 60 টাকা। প্রথম আসন এর টিকিট মূল্য 90 টাকা। প্রথম বার্থ এর টিকিট মূল্য 115 টাকা। স্নিগ্ধা এর টিকিট মূল্য 115 টাকা এবং এসি এর টিকিট মূল্য 133 টাকা। এসি বার্থএর টিকিট মূল্য 210 টাকা।