ভৈরব বাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৩ টিকিট ও ভাড়ার তালিকা

ভৈরব বাজার থেকে আপনারা যারা ঢাকাতে ট্রেনে যেতে চাচ্ছেন তাদের জন্য বহু ট্রেনের সুযোগ রয়েছে। তবে আপনাকে অবশ্যই জানতে হবে কোন ট্রেনে আপনাকে উঠতে হবে এবং কোন ট্রেনে উঠলে আপনি সঠিক সময় আপনার গন্তব্য স্থল ঢাকাতে পৌছাতে পারবেন। সবদিক বিবেচনা করে আজকের আর্টিকেল আমরা তৈরি করেছি এবং এই আর্টিকেলের মাধ্যমে আশা করছি আপনাদের প্রয়োজনীয় তথ্য আমরা উপস্থাপন করতে পারব।

ভৈরব বাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী আন্তঃনগর

ভৈরব বাজার থেকে ঢাকা পর্যন্ত যে কয়েকটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চলাচল করে আমরা প্রত্যেকেই ট্রেনের সিডিউল এবং সময়সূচী আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে আমাদের সম্পূর্ণ আর্টিকেলে পড়ুন এবং এখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন।

মহানগর গোধূলি (703)

এই আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন ভৈরব বাজার থেকে ঢাকা পর্যন্ত চলাচল করে। এই ট্রেনের সাপ্তাহিক কোন ছুটির দিন নেই। মহানগর গোধুলী ট্রেনের ভৈরব বাজার স্টেশন ছেড়ে আসার নির্ধারিত সময় হল 19:44 মিনিট মিনিট সবকিছু ঠিক থাকলে ঢাকা স্টেশনে এসে পৌঁছানোর নির্ধারিত সময় হল 21:25 মিনিট।

পার্বত এক্সপ্রেস (710)

আন্তঃনগর এক্সপ্রেস এর সাপ্তাহিক বন্ধের দিন হল মঙ্গলবার। পার্বত এক্সপ্রেস ট্রেনের ভৈরব বাজার স্টেশন ছেড়ে আসার নির্ধারিত সময় হল 20:53 মিনিট এবং সবকিছু ঠিক থাকলে ঢাকায় স্টেশনে এসে পৌঁছানোর নির্ধারিত সময় হল 22:44 মিনিট।

মহানগর এক্সপ্রেস (721)

ট্রেনে আপনি ভৈরব বাজার থেকে ঢাকা পর্যন্ত যাত্রা করতে পারবেন। মহানগর এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন হল রবিবার। মহানগর এক্সপ্রেস ট্রেনের ভৈরব বাজার স্টেশন ছেড়ে আসার নির্ধারিত সময় হল 17:10 মিনিট এবং সবকিছু ঠিক থাকলে ঢাকা স্টেশনে এসে পৌঁছানোর নির্ধারিত সময় হল 19:10 মিনিট।

এগারসিন্দুর প্রভাতী (738)

নামক আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে আপনি ভৈরব থেকে ঢাকা পর্যন্ত যেতে পারবেন। এই ট্রেনের সাপ্তাহিক কোন ছুটির দিন নেই। এগারসিন্ধু প্রভাতী ট্রেনের ভৈরব বাজার স্টেশন ছেড়ে আসার নির্ধারিত সময় হল 8:10 মিনিট এবং ঢাকায় স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় হল 10:40 মিনিটে।

উপবন এক্সপ্রেস (744)

ট্রেনের সাপ্তাহিক কোন ছুটির দিন নেই। উপবন এক্সপ্রেস ট্রেনের ভৈরব বাজার স্টেশন ছেড়ে আসার নির্ধারিত সময় হল 4:47 মিনিট এবং ঢাকা স্টেশনে এসে পৌঁছানোর নির্ধারিত সময় হল 6:45 মিনিট।

তূর্ণা এক্সপ্রেস (741)

আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক কোন ছুটির দিন নাই। তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ভৈরব বাজার স্টেশন ছেড়ে আসার নির্ধারিত সময় হল 3:27 মিনিট এবং ঢাকা স্টেশনে এসে পৌঁছানোর নির্ধারিত সময় হল 5:15 মিনিট।

কিশোরগঞ্জ এক্সপ্রেস (782)

নামক আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করছে এই রুটে। এই ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন হল শুক্রবার। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভৈরব বাজার স্টেশন ছেড়ে আসার নির্ধারিত সময় হল 17:45 মিনিট এবং ঢাকা স্টেশনে এসে পৌঁছানোর নির্ধারিত সময় হল 20:10 মিনিট।

ভৈরব বাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী মেইল এক্সপ্রেস

ভৈরব বাজার স্টেশন থেকে ঢাকা পর্যন্ত প্রচুর পরিমাণে মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে। এখন আমরা সেই মেইল এক্সপ্রেস এর সময়সূচী আপনাদের সামনে তুলে ধরবো। ঢাকা মেইল (01) সাপ্তাহিক কোন ছুটির দিন নেই। ঢাকা মেইল ভৈরব বাজার ছেড়ে আসবে 4:27 এবং ঢাকা স্টেশনে এসে পৌছবে 6:55।

কর্ণফুলী এক্সপ্রেস (03) নামক মেইল এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক কোন ছুটির দিন নেই। কর্ণফুলী এক্সপ্রেস ভৈরব বাজার ছেড়ে আসবে 16:30 মিনিট এবং ঢাকায় স্টেশনে এসে পৌঁছবে 19:45 মিনিট। ঢাকা এক্সপ্রেস (10) নামক মেইল এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন নেই। এই ট্রেনের ভৈরব বাজার স্টেশন ছেড়ে আসার নির্ধারিত সময় হল 2:27 মিনিট এবং ঢাকায় স্টেশনে এসে পৌঁছানোর নির্ধারিত সময় হল 6:40 মিনিট।

ভৈরব বাজার টু ঢাকা ট্রেনের ভাড়া তালিকা

এখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করব ভৈরব বাজার থেকে ঢাকা পর্যন্ত ট্রেনের ভাড়ার তালিকা। শোভন 85 টাকা, প্রথম আসন 135 টাকা, স্নিগ্ধ 196 টাকা, এসি আসন 236 টাকা।