আপনারা যারা আমাদের ওয়েবসাইটের নিয়মিত ভিজিটর আছেন তারা অবশ্যই খেয়াল করেছেন আমরা ট্রেন সম্পর্কিত যাবতীয় তথ্য খুঁজে খুঁজে বের করে বিস্তারিতভাবে আলোচনা করে আমাদের এই ওয়েবসাইটে আপলোড করে থাকি। আপনারা যারা আমাদের ওয়েবসাইট ভালোভাবে দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা তথ্যগুলো কতটা সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করি।
আজকে আমরা আলোচনা করব বিমানবন্দর থেকে সান্তাহার ট্রেনের সিডিউল এবং টিকিট মূল্য সম্পর্কে। আপনারা যারা বিমানবন্দর থেকে সান্তাহার যাতায়াত করেন কিন্তু ট্রেনের সিডিউল এবং টিকিট মূল্য সম্পর্কে ধারণা রাখেন না তাদের উদ্দেশ্যে আজকে এই অনুচ্ছেদ তৈরি করা হয়েছে এবং আমরা আশা করি আপনারা অনুচ্ছেদ পরে এখান থেকে যথেষ্ট তথ্য সংগ্রহ করতে পারবেন। চলুন আজকের আলোচনার মূল বিষয়ের দিকে যাওয়া যাক।
বিমানবন্দর টু সান্তাহার ট্রেন আন্তঃনগর
বিমানবন্দর থেকে সান্তাহার আপনি যদি ট্রেনে যাতায়াত করতে চান তাহলে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন গুলো অত্যন্ত ভালো মানের হতে পারে। এই ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে আপনার কাছে সুযোগ থাকছে আপনি অত্যন্ত আরামদায়কভাবে সকল ট্রেনে যাতায়াত করতে পারবেন।যাইহোক এখন আমরা আলোচনা করব এই ট্রেনের সময়সূচী সম্পর্কে এবং আপনারা যারা এই ট্রেনের সময়সূচী সম্পর্কে আগে থেকে কিছুই জানে না তাদের কাছে এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।
বিমানবন্দর টু সান্তাহার ট্রেনের সময়সূচী আন্তঃনগর
বিমানবন্দর থেকে সান্তাহার এই রুটে বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন রয়েছে। আমাদের অনুচ্ছেদের এই অংশে আমরা এখন সে আন্তঃনগর ট্রেনগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত উল্লেখ করব।
একতা এক্সপ্রেস 705
একতা এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। একতা এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত এ রুটে চলাচল করে। এই ট্রেনটি সপ্তাহে সাতদিন চলাচল করে। ট্রেনটি তার যাত্রা শুরু করে 10:37 এবং যাত্রা শেষ করে 4:10।
লালমনি এক্সপ্রেস 751
লালমনি এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। লালমনি এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত এ রুটে চলাচল করে। এই ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং শুক্রবার এই ট্রেনটি বন্ধ থাকে। লালমনি এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে 10:17 এবং যাত্রা শেষ করে 3:35।
দ্রুতযান এক্সপ্রেস 757
দ্রুতযান এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি নিয়মিত এ রুটে চলাচল করে। দ্রুতযান এক্সপ্রেস সপ্তাহে সাতদিন চলাচল করে। ট্রেনটি তার যাত্রা শুরু করে 8:27 এবং যাত্রা শেষ করে 1:15 মিনিটে।
নীলসাগর এক্সপ্রেস 765
নীলসাগর এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি নিয়মিত এ রুটে চলাচল করে। নীলসাগর এক্সপ্রেস সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং সোমবার এই ট্রেন বন্ধ থাকে। নীলসাগর এক্সপ্রেস তার যাত্রা শুরু করে 7:07 এবং যাত্রা শেষ করে 12:15।
রংপুর এক্সপ্রেস 771
রংপুর এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি নিয়মিত এ রুটে চলাচল করে। রংপুর এক্সপ্রেস সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং সোমবার এই ট্রেন বন্ধ থাকে। ট্রেনটি তার যাত্রা শুরু করে 9 টা 37 মিনিটে এবং যাত্রা শেষ করে 3:10।
পঞ্চগড় এক্সপ্রেস 793
পঞ্চগড় এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি নিয়মিত এ রুটে চলাচল করে। পঞ্চগড় এক্সপ্রেস সপ্তাহে সাতদিন চলাচল করে। ট্রেনটি তার যাত্রা শুরু করে 11:21 এবং যাত্রা শেষ করে 4:10।
কুড়িগ্রাম এক্সপ্রেস 797
কুড়িগ্রাম এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি নিয়মিত এলইডি চলাচল করে। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে ট্রেনটি বুধবার বন্ধ থাকে। ট্রেনটি তার যাত্রা শুরু করে 9:12 এবং যাত্রা শেষ করে 2 টা 5 মিনিটে।
বিমানবন্দর টু সান্তাহার ট্রেনের ভাড়ার তালিকা
একটি ট্রেনের বিভিন্ন ধরনের সিট বিভাগ রয়েছে। এবং সেই সিট অনুযায়ী টিকিটের মূল্য গুলি তাদের মানের উপর ভিত্তি করে কম বা বেশি হয়ে থাকে। সরকারিভাবে সেই টিকিটের মূল্য গুলি নির্ধারণ করা হয়ে থাকে সেগুলো হলো।
শোভন আসনের টিকিট মূল্য 330 টাকা। শোভন চেয়ার এর টিকিট মূল্য 360 টাকা। প্রথম আসনের টিকেট মূল্য 480 টাকা এবং এসি আসন এর টিকিট মূল্য 715 টাকা।