বিমানবন্দর টু নাটোর ট্রেনের সময়সূচী ২০২৩ টিকিট ও ভাড়ার তালিকা

যারা বিমানবন্দর থেকে নাটোর ট্রেনে যাতায়াত করে তাদের জন্য থাকছে আজকের এই অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ এর মাধ্যমে একজন যাত্রী বিমান বন্দর থেকে নাটোর যাওয়ার জন্য ট্রেনের যে বিশেষ তথ্য গুলোর প্রয়োজন সে তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। আপনারা যারা নিয়মিত এই রুটে চলাচল করতে চাচ্ছেন তাদের জন্য আজকের তথ্য উপকারী তথ্য হতে পারে।

বিমানবন্দর থেকে নাটোর যে ট্রেনগুলো রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন রয়েছে। আমরা সে ট্রেন গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং সেই ট্রেনগুলো সময়সূচী এবং সিডিউল সম্পর্কে আপনাদের জানাবো। বিমানবন্দর থেকে নাটোর ট্রেনের সিডিউল এবং টিকিটের মূল্য যাতে আপনাদের আমাদের সম্পূর্ণ অনুচ্ছেদ মনোযোগ সহকারে পড়তে হবে।

বিমানবন্দর টু নাটোর ট্রেনের সময়সূচী আন্তঃনগর

বিমানবন্দর থেকে নাটোর যাওয়ার জন্য যেসব আন্তঃনগর ট্রেন গুলি রয়েছে আপনারা এখন সেই ট্রেনের সময়সূচী এবং ছুটির দিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমরা চেষ্টা করেছি সঠিক তথ্য গুলো সুন্দরভাবে সাজিয়ে তুলতে যাতে করে আপনারা খুব সহজেই তথ্যগুলো বুঝতে পারেন এবং সে অনুযায়ী যাত্রা সাজাতে পারেন।

একতা এক্সপ্রেস 705
একতা এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। একতা এক্সপ্রেস ট্রেন নিয়মিত বিমানবন্দর টু নাটোর এ রুটে চলাচল করে। একতা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সাতদিন চলাচল করে। এই ট্রেনের কোন সাপ্তাহিক ছুটি নাই। এই ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা 10:37 এবং ট্রেনটি তার গন্তব্য স্থান নাটোর রেলওয়ে স্টেশন এসে পৌঁছায় 3:10 মিনিটে।

লালমনি এক্সপ্রেস 751
লালমনি এক্সপ্রেস নামক ট্রেনটি একটি আন্তঃনগর ট্রেন। লালমনি এক্সপ্রেস ট্রেন নিয়মিত বিমানবন্দর টু নাটোর এ রুটে চলাচল করে। লালমনি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং শুক্রবারেই ট্রেনের ছুটির দিন থাকে। লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ফিরে আসে 10:17 এবং নাটোর রেলওয়ে স্টেশন এসে পৌঁছায় 3 টা 35 মিনিটে।

দ্রুতযান এক্সপ্রেস 757

দ্রুতযান এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি বিমানবন্দর টু নাটোর এ রুটে নিয়মিত চলাচল করে। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সাতদিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের কোন ছুটির দিন নাই। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে ছেড়ে আসে 8:27 এবং নাটোর রেলওয়ে স্টেশন এসে পৌঁছায় 12:28 মিনিটে।

নীলসাগর এক্সপ্রেস 765

নীলসাগর এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত বিমানবন্দর টু নাটোর এ রুটে চলাচল করে। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং সোমবার এই ট্রেন এর ছুটির দিন থাকে। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে আসে 7:07 এবং নাটোর রেলওয়ে স্টেশন এসে পৌঁছায় 11:16 মিনিটে।

রংপুর এক্সপ্রেস 771

রংপুর এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। রংপুর এক্সপ্রেস  ট্রেন টি নিয়মিত বিমানবন্দর টু নাটোর এ রুটে যাতায়াত করে। রংপুর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং সোমবার এ ট্রেনের ছুটির দিন থাকে। রংপুর এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে ছেড়ে আসে 9 টা 37 মিনিটে এবং নাটোর রেলওয়ে স্টেশন এসে পৌঁছায় 1:59 মিনিটে।

বিমানবন্দর টু নাটোর ট্রেনের ভাড়ার তালিকা

আপনারা যারা বিমানবন্দর থেকে নাটোর ট্রেনে যাতায়াত করতে ইচ্ছুক তাদের জন্য আমাদের অনুচ্ছেদের এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ।

ট্রেনে যাতায়াত এর জন্য ট্রেনের ভাড়া সম্পর্কে জেনে রাখা অবশ্যই জরুরি। কারণ আপনি যদি ভাড়া সম্পর্কে কিছুই না জেনে থাকেন তাহলে পরবর্তীতে আপনি যখন ট্রেনে আপনার যাত্রা করতে যাবেন তখন আপনাকে ভাড়া না জানার কারণে অনেক ভোগান্তিতে পড়তে হবে। আমাদের অনুচ্ছেদের এই অংশে আমরা এখন আলোচনা করব বিমানবন্দর থেকে নাটোর রুট এর টিকিটের দাম এর মূল্য বাংলাদেশ রেলওয়ে থেকে নির্ধারণ করা হয়েছে সেগুলো সম্পর্কে।

শোভনের টিকিট মূল্য 265 টাকা। শোভন চেয়ার আসনের টিকিট মূল্য 320 টাকা। প্রথম আসনের টিকিট মূল্য 425 টাকা। এসি আসনের টিকেট মূল্য 640 টাকা এবং স্নিগ্ধার টিকিট মূল্য 530 টাকা।