আপনাদের সকলকে স্বাগতম আমাদের ওয়েবসাইটে। আপনারা যারা নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করেন বা যারা এ মুহূর্তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করছেন তাদের জন্য আজকে নিয়ে এলাম দারুণ একটি সুখবর। আজকে আমরা আপনাদের সামনে কিছু তথ্য শেয়ার করব যা প্রত্যেক ব্যক্তির কাজে লাগতে পারে।
আমরা আপনাদের সামনে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার বাসের সকল ধরনের তথ্য আলোচনা করব। অনেকেই মনে করেন এই সকল তথ্য অনলাইন থেকে পাওয়া অসম্ভব। কিন্তু আমরা আপনাদের উদ্দেশ্যে বা আমাদের পাঠকদের উপকার করার উদ্দেশ্যে সকল ধরনের তথ্য সংগ্রহ করেছে এবং সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনাদের মত যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা আমাদের এই পোস্ট এর নিচের অংশে প্রবেশ করুন।
রাজশাহী থেকে ঢাকা
আপনারা অনেকেই জানেন যে রাজশাহী বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বিভাগীয় জেলা শহর। ইতিপূর্বে দেশের সর্ববৃহৎ বিভাগ হিসেবে রাজশাহী প্রতিষ্ঠিত ছিল কিন্তু যখন রংপুর জেলা কে এভাবে দেয়া হয় তারপর থেকে রাজশাহী বিভাগের আয়তন কমে আসে কিন্তু তারপরও অনেক বড় জায়গা জুড়ে রাজশাহী বিভাগ এর অবস্থান। রাজশাহী বিভাগে রয়েছে অনেক সুনাম।
রাজশাহী বিভাগ থেকে অনেকেই শিক্ষানগরী বলে চিনে থাকে এছাড়াও এখানে রয়েছে রেশম সুতার কারখানা যাতে করে সারা দেশে রেশম সুতা সরবরাহ বা সেই সুতা থেকে তৈরি পোশাক আশাক সরবরাহের সুনাম অনেক বেশি। রাজশাহীর মানুষ নানান কাজে মাঝেমধ্যে ঢাকাতে যেতে চাই। অনেকে চাকরির বিভিন্ন পরীক্ষার জন্য নিয়মিত ঢাকা শহরে যায়। অনেকেই অনেক মাধ্যম ব্যবহার করে রাজশাহী থেকে ঢাকা যাত্রা করে।
আজকের এই সম্পূর্ণ পোস্ট বিশেষ করে সেই সকল ব্যক্তিদের জন্য যারা নিয়মিত ঢাকাতে যাতায়াত করে এবং বাসে যাতায়াত করে। আমরা আমাদের এই পোস্টে দ্বারা রাজশাহী থেকে ঢাকা যাতায়াতকারী যাত্রীদের অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব যার মাধ্যমে তারা পরবর্তীতে যখন যাত্রা করবে তাদের যাত্রা টা অনেক সহজ হবে।
রাজশাহী থেকে ঢাকা যাওয়ার বাসের সময়সূচী
আপনি রাজশাহীতে অবস্থান করছেন এখন আপনার প্রয়োজন ঢাকাতে যাওয়ার। আপনি রাজশাহী থেকে ঢাকা তে যাওয়ার জন্য বাস যাত্রা আরামদায়ক বলে মনে করেন। আপনি এখন রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার জন্য যে সকল বাস গুলো রয়েছে সেগুলো সময়সূচী জানতে চাচ্ছেন। কোন বাস কখন যাবে সেটা আপনার জানা জরুরী। আপনাদের মতন পাঠকদের জন্য আমাদের আজকের এই অনুচ্ছেদ। চলুন নিচের রাজশাহী থেকে ঢাকা যাওয়ার সকল বাসের কিছু সময়সূচী আলোচনা করি।
সকালের বাসের সময়সূচী
আপনি যদি খুব সকালে রাজশাহী থেকে ঢাকা যেতে চান তাহলে দেশ ট্রাভেলস এর এই বাসটি সিলেক্ট করতে পারেন। আপনি সকাল 4.45 থেকে আপনার যাত্রা শুরু করতে পারেন। আপনি রাজশাহী হেড কাউন্টার থেকে আপনার যাত্রা শুরু করলে ঢাকা কাউন্টারে আপনার যাত্রা শেষ হবে। এটি একটি নন এসি বাস এবং এর কোড নাম্বার 002 রাজশাহী-ঢাকা।
দেশ ট্রাভেলস এর আরেকটি বাস রয়েছে যার কোচ নাম্বার 002 রাজ-ঢাকা। এই বাসটি যাত্রা শুরুর সময় ভোর 6:15 মিনিট এবং এটির যাত্রার শেষ সময় সকাল 12:15 মিনিট। আপনি চাইলে রাজশাহীর হেড কাউন্টার থেকে আপনার যাত্রা শুরু করতে পারেন।
একতা ট্রান্সপোর্ট এর একটি বাস সার্ভিস রয়েছে যেটি শুরু হবে সকাল 6:30 হতে এবং এটি যাত্রা শেষ করবে সকাল 12:00 টায়। আপনারা যারা এই বাসটিতে যেতে ইচ্ছুক টিকিট কেটে ফেলুন। এই বাসটি একটি নন এসি বাস। আপনি রাজশাহী থেকে ঢাকা মহাখালী পর্যন্ত যাত্রা করতে পারবেন।
একতা ট্রান্সপোর্ট এর আরেকটি বাস সার্ভিস রয়েছে যেটি শুরু হয় সকাল 8:30 থেকে এবং বাসের যাত্রা শেষ হয় দুপুর 2 টা। আপনি রাজশাহী থেকে এটা যাত্রা শুরু করতে পারেন। এটি একটি নন এসি বাস আপনি রাজশাহী থেকে ঢাকা মহাখালী পর্যন্ত যাত্রা করতে পারেন।
আপনারা যারা এসি বাসে যাত্রা করতে চান তাদের জন্য রয়েছে দেশ ট্রাভেলস 29 রাজ-ঢাকা এই কোচ টি। এই কোচ টি যাত্রা শুরু করবে সকাল 8.00টা রাজশাহী কাউন্টার থেকে এবং যাত্রা শেষ করবে ঢাকা কল্যাণপুর কাউন্টারে দুপুর 1:30 মিনিটে। এটি একটি এসি বাস।
আপনি চাইলে দেশ ট্রাভেলস এর কোচ নম্বর 3 রাজ-ঢাকা এই বাসটিতে যাত্রা করতে পারেন। এই বাস্ট এর যাত্রা শুরুর সময় সকাল 8 টা 45 মিনিট এবং যাত্রা শেষের সময় দুপুর 2 টা 15 মিনিট। এই বাসটিতে আপনি রাজশাহী হেট কাউন্টার থেকে যাত্রা শুরু করতে পারেন এবং ঢাকা কল্যাণপুর কাউন্টার পর্যন্ত শেষ করতে পারবেন। এটি একটি নন এসি বাস।
দেশ ট্রাভেলস এর দুপুর 1:45 মিনিটে একটি বাস রয়েছে। এই বাসটি রাজশাহী হেড কাউন্টার থেকে যাত্রা শুরু করবে এবং ঢাকাতে পৌঁছাবে সন্ধ্যা 7 টা 45 মিনিটে। এটি একটি নন এসি বাস।
দেশ ট্রাভেলস তার সেবায় নিয়ে এসেছে আরও একটি এসি বাস। এই বাসটির কোড নম্বর হচ্ছে 31 রাজ-ঢাকা। এই বাসটি বিকেল 3:30 মিনিটে যাত্রা শুরু করবে রাজশাহী হেড কাউন্টার থেকে এবং যাত্রা শেষ করবে ঢাকা কল্যাণপুর কাউন্টার রাত 8 টা 45 মিনিটে।
দুপুরের বাসের সময়সূচী
একতা ট্রান্সপোর্ট দুপুর 2:30 থেকে একটি বাস চালু রেখেছে। এই বাসটি ঢাকা মহাখালীতে পৌঁছাবে রাত 8 টায়। এটি একটি নন এসি বাস আপনারা যারা এই বাসটি তে যেতে আগ্রহী অবশ্যই যেতে পারেন।
একতা ট্রান্সপোর্ট বিকেল 5:30 মিনিট থেকে একটি বাস চালু রেখেছে এ বাসটি রাজশাহী থেকে ঢাকা মহাখালী পর্যন্ত যাবে এভাস্ট রাত 11 টায় ঢাকা মহাখালীতে পৌছবে এভাস্ট একটি নন এসি বাস।
রাতের বাসের সময়সূচী
আপনি চাইলে দেশ ট্রাভেলস এর বাস রুতে রাজশাহী থেকে ঢাকা কল্যাণপুর যেতে পারেন। এই বাসটি তার যাত্রা শুরু করবে রাত 10:00টা এবং যাত্রা শেষ করবে সকাল 6:00 টা। অনেকেই রাতে আরামপ্রিয় যাত্রার জন্য এই বাসটি সিলেক্ট করতে পারেন।
দেশ ট্রাভেলস তাদের সেবায় রাত্রিকালীন এসি সার্ভিস যোগ করেছে। যারা রাতে আরামদায়ক যাত্রা আরো আরামদায়ক করতে চান তারা এসি সার্ভিস এই বাসে যেতে পারেন। যাত্রা শুরুর সময় রাত 11 টা 15 মিনিট এবং যাত্রা শেষের সময় ভোর 5:30। আপনারা যারা এই বাসে যাত্রা করতে চান তারা এই এসি বাস ট্রেন কোচ নইবাস্টিনম্বর 30 রাজ-ঢাকা জেনে রাখুন।
সকল বাসের টিকিটের ভাড়া সমূহ
আপনারা যারা রাজশাহী থেকে ঢাকা যাতায়াত করবেন তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই পোস্ট। অনেকের প্রশ্ন রয়েছে রাজশাহী থেকে ঢাকা বাসে যাতায়াত করতে টিকিট ভাড়া কত। বিভিন্ন ধরনের বাস রয়েছে যার দ্বারা আপনি রাজশাহী থেকে ঢাকা যাতায়াত করতে পারবেন। দেশ সেরা ভালো মানের যে কয়টি বাস সার্ভিস রয়েছে তাদের প্রত্যেকের ভাড়ায় প্রায় এক। আপনি একই ভাড়া দিয়ে যেকোনো বাসে যেতে পারেন।
নন এসি বাসের ভাড়া
আপনি যদি নন এসি বাসে যাত্রা করতে চান তাহলে আপনাকে শুধুমাত্র ভাড়া বাবদ 480 টাকা দিতে হবে। নন এসি বাসে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার এক সিটের ভাড়া 480 টাকা।
এসি বাসে যাওয়ার ভাড়া
আপনি যদি রাজশাহী থেকে ঢাকা এসি বাসে যাতায়াত করতে চান তাহলে আপনাকে একটি সিটের জন্য 1000 টাকা ভাড়া দিতে হবে। এসি তে যাওয়ার জন্য ভাড়া কি একটু বেশি ধরা হয়েছে।
রাজশাহী টু ঢাকা বাসের বাসের অনলাইন টিকিট
বর্তমানে যে কোন ধরনের বাসের টিকিট অনলাইনে কাটা যায়। আপনারা অনেকেই হয়তো এ সম্পর্কে জানেন না। আপনি খুব সহজেই আপনার নিজের মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন থেকে বাসের টিকিট কেটে নিতে পারবেন। এর জন্য আপনার প্রয়োজন হবে শুধুমাত্র একটি স্মার্টফোন এবং এ সম্পর্কিত তথ্যাবলী।
shohoz.com এর মাধ্যমে আপনি যেকোন বাসের টিকিট কিনতে পারেন। আমরা আমাদের ওয়েবসাইটে এই অনলাইন টিকিট সম্পর্কিত একটি সম্পুর্ন পোস্ট আপলোড করেছি। আপনারা যারা অনলাইনে টিকিট কাটতে রাগ হয়েছেন তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেই পোষ্টটি একবার দেখে নিন।