পোড়াদহ টু যশোর ট্রেনের সময়সূচী ২০২৩ টিকেট ও ভাড়ার তালিকা

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলপথ হলো পোড়াদহ থেকে যশোর পর্যন্ত। এই রেলপথে প্রতিদিন প্রচুর পরিমাণে যাত্রীরা যাতায়াত করে। আপনারা যারা এই রেলপথে নিয়মিত যাতায়াত করেন তারা অবশ্যই জানেন কতটা ভিড় হয় এ রেল পথে যাতায়াতের জন্য। আজকে আমরা পোড়াদহ টু যশোর এই রেলপথে যাতায়াতকারী প্রত্যেকটি ট্রেনের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব।

আমরা বরাবর চেষ্টা করি বাংলাদেশের ট্রেনের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাতে করে তথ্যগুলো শতভাগ সঠিক হয়। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পোড়াদহ টু যশোর এই রুটে চলাচলকারী প্রত্যেকটি ট্রেন সম্পর্কে এবং এই ট্রেনের বিস্তারিত সকল তথ্য সম্পর্কে

পোড়াদহ টু যশোর ট্রেন সময়সূচী আন্তঃনগর

পোড়াদহ টু যশোর এই রুটে সর্বমোট ছয়টা আন্তঃনগর ট্রেন চলাচল করে। আমি প্রথমেই উল্লেখ করেছিলাম এই রুট অত্যন্ত ব্যস্ত একটি রুট এবং প্রতিদিন প্রচুর পরিমাণে যাত্রা রুটে চলাচল করে। এখন যেহেতু আমি বললাম 6 টি আন্তঃনগর ট্রেন এই রুটে চলাচল করে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ এই রুট।

আপনারা যারা শান্তিপূর্ণভাবে এবং অত্যন্ত আরামদায়কভাবে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে যাতায়াত করতে পছন্দ করেন তাদের জন্য পোড়াদহ টু যশোর এই রুটে যে ট্রেনগুলো রয়েছে সেগুলোর নাম আমরা আপনাদের উল্লেখ করব। কোন ট্রেন কোন দিন বন্ধ থাকবে সেই বিষয়ে আপনাদের আমরা জানাবো।

কপোতাক্ষ এক্সপ্রেস (716) এই ট্রেনটি পোড়াদহ টু যশোর এই রুটে চলাচল করে এবং এই ট্রেন ছাড়ার সময় 16:25 এবং পৌছানোর সময় 18:46। এই ট্রেন মঙ্গলবার বন্ধ থাকে অর্থাৎ ছুটির দিন মঙ্গলবার।

সুন্দর্বান এক্সপ্রেস (746) পোড়াদহ টু যশোর এই রুটে চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেন ছাড়ার সময় উল্লেখ আছে 14:01 এবং পৌছানোর সময় উল্লেখ আছে 16:20। এই ট্রেন সপ্তাহে এক দিন বন্ধ থাকে সেই দিন হলো বুধবার।

রুপসা এক্সপ্রেস (728) পোড়াদহ টু যশোর এই রুটে চলাচল করে আরও একটি আন্তঃনগর ট্রেন এবং এই ট্রেন ছাড়ার সময় উল্লেখ আছে 15:09 এবং পৌছানোর সময় উল্লেখ আছে 17:17। এই ট্রেন সপ্তাহে এক দিন বন্ধ থাকে সেই দিন হল বৃহস্পতিবার।

সীমান্ত এক্সপ্রেস (748) এই ট্রেন পোড়াদহ টু যশোর এই রুটে চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনের ছাড়ার সময় উল্লেখ রয়েছে 00:47 মিনিট এবং পৌছানোর সময় উল্লেখ রয়েছে 2:51 এই ট্রেন সপ্তাহে একদিন সোমবার বন্ধ থাকবে।

সাগরদাঁড়ি এক্সপ্রেস (762) ট্রেন ছাড়ার সময় উল্লেখ রয়েছে 8:39 এবং পৌছানোর সময় উল্লেখ রয়েছে 10:48। এটি একটি আন্তঃনগর ট্রেন এবং প্রতি সোমবার বন্ধ থাকবে।

চিত্রা এক্সপ্রেস 764 এটি একটি আন্তঃনগর ট্রেন এবং এই ট্রেনটি সপ্তাহের সোমবার বন্ধ থাকে। এই ট্রেন ছাড়ার সময় উল্লেখ আছে 00:16 মিনিট এবং পৌছানোর সময় উল্লেখ আছে 2:20।

পোড়াদহ টু যশোর ট্রেনের ভাড়ার তালিকা

এখন আমরা আলোচনা করতে যাচ্ছি পোড়াদহ টু যশোর এ রুটে চলাচলকারী প্রত্যেকটি ট্রেনের শ্রেণী অনুযায়ী যে ভাড়া নির্ধারণ করা রয়েছে সেটা সম্পর্কে। বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকায় বাংলাদেশ সরকার চেষ্টা করেছে সেই শ্রেণি অনুযায়ী সিট তৈরি করে দিতে।

শোভন এর ভাড়া নির্ধারণ করা হয়েছে 110 টাকা। শোভন চেয়ার এর ভাড়া নির্ধারণ করা হয়েছে 135 টাকা। প্রথম শিট এর ভাড়া নির্ধারণ করা হয়েছে 175 টাকা। প্রথমবার ভাড়া নির্ধারণ করা হয়েছে 265 টাকা। স্নিগ্ধা ভাড়া নির্ধারণ করা হয়েছে 220 টাকা। এসি সিট ভাড়া নির্ধারণ করা হয়েছে 265 টাকা। এসি বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে 395 টাকা।

আমরা চেষ্টা করেছি শতভাগ সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে আশা করব আপনারা এই তথ্যগুলো পেয়ে অত্যন্ত খুশি হবেন এবং তথ্যগুলো সঠিক ব্যবহার করতে পারবেন।