আপনারা যারা ঢাকা থেকে খুলনা এর উদ্দেশ্যে যাত্রা করতে চান তাদের জন্য আজকে নিয়ে এলাম আমাদের এই পোস্ট। আজকে আপনারা আমাদের এই পোস্ট থেকে জানতে পারবেন ঢাকা থেকে খুলনা এ রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের তথ্য। ঢাকা থেকে খুলনা এ রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের নাম আপনারা আজকে জানতে পারবেন।
আপনারা আরো জানতে পারবেন যে এই রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের ভাড়া সম্পর্কে। এবং সর্বশেষে আপনারা জানতে পারবেন যে এই বাসের টিকিট গুলো আপনারা কিভাবে অনলাইন থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। ঢাকা থেকে খুলনা এ রাস্তাটি বেশ পরিচিত একটি রাস্তা।
প্রতিনিয়ত ঢাকা থেকে খুলনার যোগাযোগ স্থাপন হচ্ছে এ রাস্তার মাধ্যমে। ঢাকার মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনে খুলনাতে যায় এবং খুলনার মানুষ ও তাদের বিভিন্ন প্রয়োজনে ঢাকাতে যাতায়াত করে এই রুটের মাধ্যমে। বেশ কয়েকটি মাধ্যমের মধ্য হতে মানুষ সর্বপ্রথম বাসে যাএা করতেই বেশি পছন্দ করে কারণ বাসে যাতায়াত হয় সবথেকে সহজ এবং অন্যান্য অপশনগুলি আপনি যদি বেছে নেন তাহলে আপনি আপনার ইচ্ছা মতন যখন তখন আপনার যাত্রা করতে পারবেন না। তাই বাসে যাত্রা করাই হল সব থেকে সহজ মাধ্যম।
অনেকেই রয়েছেন যারা ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে নিয়মিত যাতায়াত করেন তারপরও সঠিকভাবে এ রুটের বাসের সময়সূচী গুলো জানেন না। আবার অনেকেই রয়েছেন যে যারা এ রুটের সময়সূচী গুলো জানলে ও সঠিক ভাড়া জানেন না। অনেকে আবার রয়েছেন যারা অনলাইনে কিভাবে টিকিট কাটতে হয় তা বোঝেন না।
অনলাইনে টিকিটের কথা শুনলেই অনেকেই ভেবে নেই যে এটা অনেক কঠিন বিষয়। তবে অনলাইনে টিকিট কাটা যে কতটা সহজ সেটা অনেকেই বুঝতে পারেন না। আর আজকে আমাদের এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদের এই সকল বিষয় গুলো সঠিক ভাবে বোঝানোর চেষ্টা করব। আর তার জন্য আমাদের এই পোস্টের সাথেই থাকুন।
ঢাকা টু খুলনা বাসের সময়সূচী
আমরা এই অংশের মাধ্যমে আমাদের আজকের আলোচনার মূল অংশে চলে এসেছি। এ অংশে আপনারা জানতে পারবেন ঢাকা টু খুলনা এ রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের সময়সূচী সম্পর্কে। বাসগুলো কখন ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কখন খুলনাতে এসে পৌঁছায় এ সম্পর্কে সব তথ্য এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও বাসগুলি এসি না নন এসি বাস এবং বাস গুলির কোম্পানির নাম গুলো আপনারা জেনে যাবেন।
সকালের বাসের সময়সূচী
- ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে আপনারা যারা সকালের বাসে যাত্রা করতে পছন্দ করেন তাদের জন্য টুংগীপাড়া এক্সপ্রেস এর একটি বাস এ রুটে চলাচল করে। টুংগীপাড়া এক্সপ্রেস এর এটি একটি নন এসি বাস। এই বাসটি ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে ভোর 4:45 মিনিটে এবং তার যাত্রা শেস করে খুলনা কাউন্টারে গিয়ে সকাল 10 টা 45 মিনিটে।
- টুংগীপাড়া এক্সপ্রেস এর বেশ কয়েকটি নন এসি বাস এ রুটে চলাচল করে। এর মধ্যে একটি বাস রয়েছে যেটি সকাল 5:15 এ ঢাকা কাউন্টার থেকে খুলনার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে এবং খুলনা কাউন্টারে গিয়ে তার যাত্রা শেষ করে সকাল 11 টা 15 মিনিটে।
- টুংগীপাড়া এক্সপ্রেস এর অনেকগুলি বাস এ রুটে চলাচল করে। তাদের মধ্যে একটি এসি বাস রয়েছে যেটা এই রুটে সকালে যাত্রায় ঢাকা কাউন্টার থেকে সকাল 6 টা 10 মিনিটে খুলনার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে। এবং খুলনা কাউন্টারে গিয়ে পৌঁছায় দুপুর 12 টা 10 মিনিটে।
- সোহাগ পরিবহন লিঃ এর একটি বাস সকালের যাত্রায় এ রুটে চালু রয়েছে। সোহাগ পরিবহনের এই বাসটি একটি এসি বাস। এই এসি বাস ঢাকা কাউন্টার থেকে তার যাত্রা শুরু করবে খুলনার উদ্দেশ্যে সকাল 7 টা 10 মিনিটে। এবং খুলনা কাউন্টারে গিয়ে তার যাত্রা শেষ করবে বিকেল চারটায়।
- টুংগীপাড়া এক্সপ্রেস এর আরো একটি এসি বাস রয়েছে যেটা সকালের যাত্রায় এ রুটে চলাচল করে। এই এসি বাসটি ঢাকা কাউন্টার থেকে খুলনার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে সকাল ছয়টা 50 মিনিটে।এবং এই বাসটি ভাটিপাড়া হয়ে গোপালগঞ্জ থেকে খুলনা কাউন্টারে গিয়ে তার যাত্রা শেষ করে দুপুর 12 টা 50 মিনিটে।
- ঢাকা থেকে খুলনা সকালের শেষভাগে হানিফ পরিবহন লিঃ এর একটি এসি বাস রয়েছে । এই এসি বাসটি ঢাকা কাউন্টার থেকে খুলনার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে সকাল 9 টা 30 মিনিটে এবং খুলনা কাউন্টারে গিয়ে তার যাত্রা শেষ করে বিকেল 5 টা 15 মিনিটে।
দুপুরের বাসের সময়সূচী
- টুংগীপাড়া এক্সপ্রেস এর বেশ কয়েকটি বাসের মধ্যে একটি বাস রয়েছে এ বাসটি ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে দুপুর 12 টা 15 মিনিটে এবং খুলনা কাউন্টার গিয়ে তার যাত্রা শেষ করে সন্ধ্যা 6:00 টা 15 মিনিটে।
- হানিফ এন্টারপ্রাইজ এর একটি বাস দুপুরের যাত্রায় এ রুটে চলাচল করে। হানিফ এন্টারপ্রাইজের এই নন এসি বাস তার যাত্রা শুরু করে দুপুর 12 টা 15 মিনিটে এবং তার গন্তব্যস্থলে পৌঁছায় বিকেল 5 টা 45 মিনিটে।
- টুংগীপাড়া এক্সপ্রেস এর আরো একটি নন এসি বাস এ রুটে চলাচল করে। এই বাসটি তার যাত্রা শুরু করে দুপুর 1 টা 15 মিনিটে এবং খুলনা কাউন্টার গিয়ে পৌঁছায় সন্ধ্যা 7 টা 15 মিনিটে।
- টুংগীপাড়া এক্সপ্রেস এর বেশ কয়েকটি বাসের মধ্যে একটি এসি বাস রয়েছে যেটা এ রুটে চলাচল করে। এই বাসটি দুপুরের শেষভাগে দুপুর 3:30 মিনিটে ঢাকা কাউন্টার থেকে খুলনার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে এবং তার যাত্রা শেষ করে রাত 10:10 এ মিনিটে।
রাতের বাসের সময়সূচী
- আপনারা যারা ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রাতের বাসে যাত্রা করতে ইচ্ছুক তাদের জন্য হানিফ এন্টারপ্রাইজের একটি নন এসি বাস এ রুটে চলাচল করে। এই নন এসি বাস ঢাকা উত্তরা থেকে তার যাত্রা শুরু করে সন্ধ্যা 7 টা 10 মিনিটে। এবং ঢাকা উত্তরা থেকে মাগুরা হয়ে যশোর থেকে খুলনা কাউন্টারে পৌঁছায় ভোর 4 টা 30 মিনিটে।
- ঢাকা থেকে খুলনা রাতের যাত্রায় টুংগীপাড়া এক্সপ্রেস এর একটি এসি বাস রয়েছে। এই বাসটি সন্ধ্যা 7:30 মিনিটে তার যাত্রা শুরু করে এবং সকাল 9 টা 50 মিনিটে তার যাত্রা শেষ করে।
- হানিফ এন্টারপ্রাইজ এর আরো একটি এসি বাস রাতের যাত্রায় এ রুটে চলাচল করে। এ বাসটি তার যাত্রা শুরু করে রাত 10:10 এ এবং খুলনা কাউন্টারে গিয়ে পৌঁছায় ভোর 3 টা 55 মিনিটে।
- টুংগীপাড়া এক্সপ্রেস এর একটি এসি বাস রাতের শেষভাগে তার যাত্রা শুরু করে রাত 11 টা 10 মিনিটে। এবং খুলনা কাউন্টারে গিয়ে তার যাত্রা শেষ করে ভোর 5 টা 40 মিনিটে।
ঢাকা টু খুলনা বাসের ভাড়া
এতক্ষণ আপনারা উপরের অংশে ঢাকা টু খুলনা এ রুটে চলাচল করে প্রত্যেকটি বাস কোম্পানির নাম এবং তাদের সময়সূচী সম্পর্কে জান লেন। এখন জানতে পারবেন এগুলোর ভাড়া সম্পর্কে।
নন এসি বাসের ভাড়া
- আপনারা যারা ঢাকা থেকে খুলনা নন এসি বাসে যাত্রা করতে ইচ্ছুক। তাদের নন এসি বাসের প্রতি সিট মূল্যের জন্য 500 থেকে 550 টাকা খরচ করতে হবে।
এসি বাসের ভাড়া
- হানিফ পরিবহন এ রুটে তাদের এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 1200 টাকা।এবং টুংগীপাড়া এক্সপ্রেস তাদের এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 750 টাকা।
অনলাইনে বাসের টিকিট
আপনারা যারা অনলাইনে বাসের টিকিট কাটতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলছি অনলাইনে বাসের টিকিট কাটার জন্য আপনাকে আপনার মোবাইলের অথবা কম্পিউটারের যেকোন একটি ব্রাউজার ওপেন করতে হবে। এবং সেখান থেকে shohoz.com এর প্রবেশ করতে হবে। এবং সেখানে দেখানো তিনটি ধাপ অবলম্বন করে আপনি খুব সহজেই আপনার বাসের টিকিট কেটে নিতে পারবেন। আর যদি না পারেন তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটে এ সম্পর্কে অনেক তথ্য আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।